সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেন ও মূলধন কমেছে

সময়: শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫ ১০:৩৯:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৩-১৭ এপ্রিল’২৫) দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন এবং বাজার মূলধন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির দর কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৭.৯ পয়েন্ট বা ২.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৭.৩৩ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ৫২.৫১ পয়েন্ট বা ২.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭৫.৩৯ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২৯.২৫ পয়েন্ট বা ২.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৪৩.৭১ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৪০.০৮ পয়েন্ট বা ৪.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯২৫.০৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৪১৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৭৭টি, কমেছে ২৯৯টি এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৭ কোটি ৯৫ লাখ ৮০ হাজার শেয়ার ৫ লাখ ৫৩ হাজার ৮৯৪বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৫৯৬ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৪৩৬ কোটি ৩৭ লাখ ৩০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৮৪০ কোটি ২০ লাখ ৬০ হাজার টাকা বা ৩৪.৪৮ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৭১ হাজার ৬৪৩ কোটি ৮১ লাখ ১০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ৫৩৬ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ১০৭ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা বা ০.১৬ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫০.২৯ পয়েন্ট বা ১.৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৫৯.০৭ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ১৪৯.০৫ পয়েন্ট বা ১.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৬৮৫.১১ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১৭.৮৭ পয়েন্ট বা ১.৬১ শতাংশ এবং সিএসআই সূচক ২১.১২ পয়েন্ট বা ২.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৯১.০১ পয়েন্টে এবং ৯২৮.৩২ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ২১৬.৩৬ পয়েন্ট বা ১.৭৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৮১০.৬৪ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৬৫টি, কমেছে ২১৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩২ কোটি ৪১ লাখ ৬ হাজার ১৭৬ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৬০ লাখ ১০ হাজার ৬৪০ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১১ কোটি ১৯ লাখ ৪ হাজার ৪৬৪ টাকা বা ২৫.৬৬ শতাংশ।

 

Share
নিউজটি ২৫৫ বার পড়া হয়েছে ।
Tagged