সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিদায়ী সপ্তাহে সূচক ও বাজার মূলধন বেড়েছে

সময়: শুক্রবার, জুন ২৩, ২০২৩ ৬:২৪:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৮- ২২ জুন) সূচক ও বাজার মূলধন বেড়েছে দেশের উভয় শেয়ারবাজার। তবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টাকার অংকে লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স ৩৯ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৩১৯ দশমিক ২৫ পয়েন্টে।

এছাড়া ডিএসই৩০ সূচক ৫ দশমিক ২৪ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৭ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়ায় যথাক্রমে ২ হাজার ১৮৭ দশমিক ৭৪ পয়েন্টে এবং ১ হাজার ৩৭২ দশমিক ৭৩ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬২টির, দর কমেছে ২৩টির ও অপরিবর্তিত রয়েছে ২০৮টি কোম্পানির। লেনদন হয়নি ১০টি কোম্পানির শেয়ার।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৯৫৮ কোটি ৪৭ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৬৯ কোটি ৬১ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২৩ দশমিক ৫৫ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫৯১ কোটি ৬৯ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৭৭৩ কোটি ৯২ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭১ হাজার ৫২৯ কোটি ৪ লাখ টাকায়।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬৯ হাজার ৫২৯ কোটি ১৮ লাখ টাকায়।

এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯৯৯ কোটি ৮৬ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএএসপিআই দশমিক ৫২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৬৫৭ দশমিক ৩৪ পয়েন্টে। সিএসই ৫০ সূচক দশমিক ২০ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ১৫ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ৪৭ শতাংশ এবং সিএসআই সূচক দশমিক ৭৩ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১২ পয়েন্টে, ১৩ হাজার ৩৯০ দশমিক ৭২ পয়েন্টে, ১১ হাজার ১৫৪ দশমিক ৫৭ পয়েন্টে এবং ১ হাজার ১৭২ দশমিক ২২ পয়েন্টে।

এছাড়া সিএসই এসএমইএক্স দশমিক ৪৬ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৭০৩ দশমিক ৭০ পয়েন্টে।

গত সপ্তাহে ৩১১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৫টির, দর কমেছে ৩৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৬০টি কোম্পানির।

আলেচ্য সপ্তাহে লেনদেন হয়েছে ৮৯৮ কোটি ২৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০১ কোটি ৫৫ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৭৯৬ কোটি ৭১ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৭ হাজার ৫৯৬ কোটি ৬২ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫৫ হাজার ৮৭৩ কোটি ১৯ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৭২৩ কোটি ৪৩ লাখ টাকা।

 

 

Share
নিউজটি ৯৩ বার পড়া হয়েছে ।
Tagged