সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিদাযী সপ্তাহে সুচকের উত্থানে লেনদেন বেড়েছে

সময়: শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ ৪:০১:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৩-০৭ সেপ্টেম্বর) সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। আলোচ সপ্তাহে সূচক ও লেনদেনের পাশাপাশি বাজার মূলধন বেড়েছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৭ দশমিক শূন্য ৮ পয়েন্টে।

এছাড়া ডিএসই৩০ সূচক ৪ দশমিক ৫১ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৭ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৩৭ দশমিক ১০ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৯ দশমিক ১৯ পয়েন্টে।

 

গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৪০৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮২টির, দর কমেছে ৭৮টির ও অপরিবর্তিত রয়েছে ২২৩টি কোম্পানির। লেনদন হয়নি ২০টি কোম্পানির শেয়ার।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৬২২ কোটি ৮০ লাখ টাকা। আগের সপ্তায় লেনদেন হয়েছিল ২ হাজার ২২৮ কোটি ৭১ লাখ টাকা।

এই সময়ের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৭ দশমিক ৬৮ শতাংশ। ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৫৫ কোটি ৭০ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৪৪৫ কোটি ৭৪ লাখ টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৬ হাজার ৪৩০ কোটি ৩ লাখ টাকায়।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজার মূলধন দাঁড়িয়েছিল ৭৬ হাজার ৫৭ কোটি ৬৩ লাখ টাকায়।

এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩৭২ কোটি ৪০ লাখ টাকা বা দশমিক শূন্য ৫ পয়েন্ট।

 

Share
নিউজটি ১০১ বার পড়া হয়েছে ।
Tagged