‘এ’ ক্যাটাগরির ৮ কোম্পানিতে সাপ্তাহিক সর্বোচ্চ মুনাফা

সময়: শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ ৪:০০:৩২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৩-০৭ সেপ্টেম্বর) ‘এ’ ক্যাটাগরির ৮ কোম্পানিতে সাপ্তাহিক সর্বোচ্চ মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ইন্সুরেন্স, প্যারামাউন্ট ইন্সুরেন্স, এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, পাইওনিয়ার ইন্সুরেন্স, ইসলামী ইন্সুরেন্স, রিলায়েন্স ইন্সুরেন্স ও ইউনাইটেড ইন্সুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে গেল সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে ইস্টার্ন ইন্সুরেন্সের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪ টাকা ৩০ পয়সা বা ২৯.২৪ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ৪৮ টাকা ৯০ পয়সা। সপ্তাহশেষে ক্লোজিং দর হয়েছে ৬৩ টাকা ২০ পয়সা।

এছাড়া, সপ্তাহের ব্যবধানে প্যারামাউন্ট ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ২৬.৪৪ শতাংশ, এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্সের ১৯.৫৪ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১৬.৭৫ শতাংশ, পাইওনিয়ার ইন্সুরেন্সের ১২.১৫ শতাংশ, ইসলামী ইন্সুরেন্সের ১১.৪০ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্সের ১১.২৪ শতাংশ ও ইউনাইটেড ইন্সুরেন্সের ১০.৯৭ শতাংশ।

 

 

Share
নিউজটি ১০৩ বার পড়া হয়েছে ।
Tagged