বিনিয়োগকারীদের ক্ষতি: জালিয়াতি ও তথ্য গোপনে ১৩ জনের বিরুদ্ধে বিএসইসির শাস্তিমূলক পদক্ষেপ

সময়: শনিবার, নভেম্বর ৮, ২০২৫ ১১:১৪:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ারদর কারসাজি, ভুয়া তথ্য প্রদান ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১২ কোটি ৮২ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির এনফোর্সমেন্ট অ্যাকশন বিভাগ গত মাসে এ সংক্রান্ত আদেশ জারি করে। কমিশনের নির্দেশ অনুযায়ী, জরিমানার অর্থ ৩০ দিনের মধ্যে জমা না দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তদন্তে দেখা যায়, ২০২১ সালের ডিসেম্বর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোনালী পেপারের শেয়ারদর মাত্র এক মাসে ৫৪৪.৭০ টাকা থেকে বেড়ে ৯৫৭.৭০ টাকায় পৌঁছায়। এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মাধ্যমে বাজার কারসাজি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘন করা হয়েছে বলে প্রমাণ মেলে।

এই অপরাধে জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে ২ কোটি ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জেনেক্স ইনফোসিস লিমিটেড, ওরাকল সার্ভিসেস লিমিটেডের পরিচালকসহ সংশ্লিষ্ট আরও কয়েকজনকে প্রত্যেকে ১ কোটি ৩ লাখ টাকা করে, মোট ৮ কোটি ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, এমএস তাহসিন এন্টারপ্রাইজ ও হাজি আহমাদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে অনুমতি ছাড়া বড় অঙ্কের লেনদেন, স্বাক্ষর জালিয়াতি ও তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এমডি রাকিব মো. ফখরুলকে ২ কোটি টাকা, ট্রেড ও অপারেশন প্রধান অমল কৃষ্ণ সাহা, আর্থিক বিভাগের ম্যানেজার মো. নকিবুল ইসলাম ও চট্টগ্রাম শাখা ম্যানেজার এজাজকে প্রত্যেকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে এ ধরনের কারসাজি ও অনৈতিক লেনদেন প্রতিহত করতে কমিশনের তদারকি ও আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে।

Share
নিউজটি ৬৭ বার পড়া হয়েছে ।
Tagged