নিজস্ব প্রতিবেদক: হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে শেয়ারবাজারে বিনিয়োগে দ্রুত মুনাফার লোভ দেখিয়ে প্রতারণা করছে একাধিক চক্র, যার মধ্যে নারায়ণগঞ্জকেন্দ্রিক একটি বড় চক্রকে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা। প্রতারণা রোধে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থানায় মামলা করেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসাদুর রহমান বিষয়টি তুলে ধরেন।
তিনি জানান, প্রথমে ডিএসই’র অনুমোদিত প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে বিনিয়োগকারীদের কাছে মেসেজ পাঠানো হয়। এরপর বেশি মুনাফার প্রলোভন দিয়ে অল্প টাকার বিনিয়োগ শুরু করানো হয়। উদাহরণস্বরূপ,
“প্রথমে ৪ হাজার টাকা নিয়ে ২ হাজার টাকা মুনাফা দেয়। এরপর বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে এক পর্যায়ে মোটা অঙ্কের টাকা নেওয়ার পর হোয়াটসঅ্যাপ নম্বর বন্ধ করে দেয়।”
একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন: প্রথমে ৪ হাজার টাকা দিলে ২ হাজার টাকা মুনাফা দেয়। এরপর ৪০ হাজার টাকা নিয়ে বলে টেকনিক্যাল সমস্যার কারণে মুনাফা যাচ্ছে না। আবার আরও ৪০ হাজার টাকা চায়। বিনিয়োগকারী টাকা পাঠানোর পর নম্বর বন্ধ করে দেওয়া হয়।
আসাদুর রহমান আরও জানান, প্রতারকরা টি-১ ডেটে জেড গ্রুপের শেয়ার বিক্রির কথা বলছে, যা বাস্তবে সম্ভব নয়। তারা বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা নিচ্ছে। পাশাপাশি বিএসইসি, ডিএসই ও সিএসই’র লোগো ও ঠিকানা ব্যবহার করছে, যা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।
প্রতারণা রোধে ৩ আগস্ট খিলক্ষেত থানায় অভিযোগ করা হয়েছে। সচেতনতার জন্য ডিএসই ভবনের সব অফিস ও ট্রেকহোল্ডারদের চিঠি পাঠানো হয়েছে। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চেয়ে বিএসইসিকে চিঠি দেওয়া হয়েছে।
২৬ আগস্ট খিলক্ষেত থানায় আবার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ডিএসই’র এমডি বলেন, “একটি গোয়েন্দা সংস্থা জানিয়েছে, চক্রটির অবস্থান নারায়ণগঞ্জে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।”
তিনি আরও বলেন, “স্টক এক্সচেঞ্জের লাইসেন্সপ্রাপ্ত ব্রোকার, ডিলার এবং অফিসিয়াল মোবাইল অ্যাপ ছাড়া অন্য কোনো মাধ্যমে শেয়ার লেনদেনের সুযোগ নেই। তাই কারও প্রলোভনে পড়ে লেনদেন করবেন না। সন্দেহ হলে ডিএসই, সিএসই ও বিএসইসির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।”
ডিএসই’র ভারপ্রাপ্ত প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) শফিকুল ইসলাম ভূইয়া এবং বিএসইসি’র পরিচালক ও মুখপাত্র আবুল কালামও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।


