editorial

শেয়ারবাজার নিয়ে তদন্ত হোক

বিনিয়োগকারীদের পুঁজিও রক্ষা করতে হবে

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ১২:৪৮:০২ অপরাহ্ণ

তদন্ত শুরু হওয়ার পর থেকেই নেতিবাচক আচরণ করছে শেয়ারবাজার। প্রতিনিয়তই সূচকের পতনে লোকসানের ভারে শেষ হয়ে যাচ্ছেন বিনিয়োগকারীরা। শেয়ারবাজারের অনিয়ম ও দুর্নীতির তদন্ত হোক- এটা সবাই চায়। কিন্তু বাজারে যেভাবে নেতিবাচক অবস্থা বিরাজ করছে সেটিও নিয়ন্ত্রক সংস্থার খেয়ালের বাইরে থাকলে হবে না।

বাজারকে যারা টেনে তুলবে তাদের নিয়ে এখন পর্যন্ত বিএসইসি কোন ভূমিকা দেখাতে পারেনি। শুধুমাত্র আইসিবি নির্ভর হওয়ায় গোটা পুঁজিবাজার এক চাকার ওপর দিয়ে চলছে। সঠিকভাবে বাজারকে সামনের দিকে এগুতে হলে আরও তিন চাকা সংযোগ করা প্রয়োজন। সেটি হতে পারে নতুন ফান্ড, সাইডলাইনের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কিংবা অন্যান্য ইলিজিবল ইনভেস্টর।

শেয়ারবাজারের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধান করতে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম অনেকটা এগিয়ে গেছে। এর সঙ্গে গতকাল ৯ সেপ্টেম্বর আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। এসআলম গ্রুপের মালিক সাইফুল আলম ও তার পরিবার এবং সালমান এফ রহমানের সঙ্গে তার পরিবার কোনভাবে শেয়ারবাজারে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থার গঠিত তদন্ত কমিটি।

এদিকে বিএসইসির তদন্ত কমিটি গঠন করার পর থেকে শেয়ারবাজারের অবস্থা একেবারে নাজুক হয়ে পড়েছে। টানা ৬ কার্যদিবসের পতনে সূচক হারিয়েছে প্রায় ২০০ পয়েন্ট। বর্তমান সরকারের আমলে শেয়ারবাজার ভালো হবে এমন প্রত্যাশায় নতুন অনেক বিও একাউন্ট বেড়েছে।

কিন্তু যেভাবে টানা পতন হচ্ছে তাতে বিনিয়োগকারীদের ভেতর এক ধরণের হতাশা বিরাজ করছে। এছাড়া বিদ্যমান বিনিয়োগকারীদের বেশিরভাগ পোর্টফোলিও’র অবস্থা খুবই খারাপ পর্যায়ে রয়েছে। সরকার রাষ্ট্র সংস্কারে কাজ করলেও শেয়ারবাজার নিয়ে অনেকটা উদাসী আচরণ করছে।

তাই শেয়ারবাজারকে ঠিক করতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা নিশ্চিত করতে হবে। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), মিউচ্যুয়াল ফান্ডগুলোর সংগঠনসহ অন্যান্য সংগঠনগুলো কেন বাজার উন্নয়নে ভূমিকা রাখছে না সে বিষয়ে তাদের সঙ্গে বসতে হবে।

শেয়ারবাজারকে উন্নত করতে হবে স্টেকহোল্ডার যারা রয়েছে প্রত্যেকের সঙ্গে কমিশনের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে হবে। যদি কমিশন মনে করে তদন্ত করাই মূল কাজ আর বাকিসব জাহান্নামে যাক; তাহলে সেই তদন্ত কখনোই বাজারের মঙ্গল বয়ে আনবে না।
শেয়ারবাজার সবার। তাই সবাইকে নিয়ে একটি উন্নত পুঁজিবাজার প্রতিষ্ঠিত করতে পারলেই বর্তমান নিয়ন্ত্রক সংস্থার অবদান স্বার্থক হবে।
একদিকে তদন্ত চললো, অন্যদিকে মার্কেট ধসে পড়লো-এমনটি চলতে পারে না। দুই দিক ব্যালেন্সড করেই কমিশনকে এগিয়ে যেতে হবে।

Share
নিউজটি ১৮৯ বার পড়া হয়েছে ।
Tagged