বিনিয়োগকারীদের সর্বস্বান্ত হওয়া কখনোই কাম্য নয়: সিডিবিএল চেয়ারম্যান তপন চৌধুরী

সময়: বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫ ১:৩৭:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: “অতীতে শেয়ারবাজারে বিনিয়োগ করে বহু মানুষ নিঃস্ব হয়েছেন—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না,”—এমন মন্তব্য করেছেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর চেয়ারম্যান এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। তিনি বলেন, প্রয়োজন না হলে নতুন করে স্কয়ার গ্রুপের কোনো কোম্পানি শেয়ারবাজারে আসবে না।

বুধবার (২৫ জুন) ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত “বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা” শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদায়) ড. আনিসুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং এফআইসিসিআই সভাপতি জাভেদ আক্তার।

তপন চৌধুরী বলেন, “বাজারে অনেক বিনিয়োগকারী রয়েছেন যারা একটি কোম্পানির ব্যালেন্স শিট বিশ্লেষণ করতে পারেন না। এ বিষয়টি বুঝে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।”

তিনি বলেন, “স্কয়ার ফার্মা যখন শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়, তখন যারা আমাদের শেয়ার কিনেছিলেন, তাদেরকে বিনামূল্যে স্কয়ার টেক্সটাইলের শেয়ার দিতে চেয়েছিলেন আমাদের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী। তবে সরকারি বিধিনিষেধের কারণে তখন সেটা সম্ভব হয়নি। পরে আদালতের মাধ্যমে তিনি বিনামূল্যে সেই শেয়ার বিতরণ করেন।”

তপন চৌধুরী আরও জানান, “শুধু স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বর্তমান মার্কেট ক্যাপ ১৮ হাজার ১৭২ কোটি টাকা, যেখানে আমাদের শুরুটা ছিল মাত্র ৯০ কোটি টাকার কোম্পানি দিয়ে। এই অভাবনীয় অর্জনে বিনিয়োগকারীদের ভূমিকা অনস্বীকার্য।”

তিনি বলেন, “আমার বাবা স্যামসন এইচ চৌধুরী সবসময় বিনিয়োগকারীদের স্বার্থের কথা বলতেন। আমরা সেই নীতিতেই অটল থাকতে চাই।”

Share
নিউজটি ৩৪০ বার পড়া হয়েছে ।
Tagged