বিনিয়োগকারীদের স্বার্থে বিও ফি বাতিলের চিন্তায় বিএসইসি

সময়: সোমবার, মে ১৯, ২০২৫ ১:১৪:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের খরচ কমিয়ে পুঁজিবাজারে অংশগ্রহণ বাড়াতে বেনিফিশিয়ারি ওনার (বিও) অ্যাকাউন্ট খোলা ও রক্ষণাবেক্ষণের ফি বাতিলের পরিকল্পনা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে ৫ লাখ টাকা পর্যন্ত নগদ জমা ও উত্তোলনের অনুমতি দেওয়ার বিষয়টিও সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে।

শনিবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে এক জরুরি বৈঠকে এ সংক্রান্ত আলোচনা হয়। বৈঠকে কমিশনের শীর্ষ কর্মকর্তারা ছাড়াও বাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন।

বৈঠকে বিনিয়োগকারীদের আস্থা দ্রুত পুনরুদ্ধার এবং বাজারকে বিনিয়োগবান্ধব করতে বেশ কিছু প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যে করের ব্যবধান বাড়ানো, ক্যাপিটাল গেইন কর (মূলধন লাভ কর) বাতিল এবং ডিভিডেন্ড আয়ের ওপর আরোপিত করকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনার প্রস্তাব।

বৈঠকে অংশগ্রহণকারী এক সূত্র জানিয়েছে, বিএসইসি বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত মাসিক সভার আয়োজন করবে। এতে সব স্টেকহোল্ডারের মতামতের ভিত্তিতে বাজার উন্নয়নে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে।

বিনিয়োগবান্ধব এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাজারে নতুন বিনিয়োগ প্রবাহ তৈরি হবে এবং দীর্ঘমেয়াদে বাজারে স্থিতিশীলতা আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএসইসি আশা করছে, এই পদক্ষেপগুলোর মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনে বাজারে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।

Share
নিউজটি ১৫১ বার পড়া হয়েছে ।
Tagged