বিনিয়োগকারীদের স্বার্থে আরএন স্পিনিং-সামিন ফুড একীভূতকরণ তদন্তে বিএসইসি

সময়: বুধবার, জুলাই ৯, ২০২৫ ১:৫৭:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আরএন স্পিনিং মিলস এবং সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলস লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়া এখন তদন্ত করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও বাজারের স্বচ্ছতা নিশ্চিতের অংশ হিসেবে নিয়ন্ত্রক সংস্থা এই দুই প্রতিষ্ঠানের একীভূতকরণ এবং এ সংক্রান্ত জমা দেওয়া নথিপত্র যাচাই-বাছাই করছে।

বিএসইসি সূত্রে জানা গেছে, ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত উভয় প্রতিষ্ঠানের আর্থিক, আইনি ও কর্পোরেট নথি, বোর্ড সভা এবং এজিএম কার্যবিবরণী, শেয়ার মূল্যায়ন প্রতিবেদন, হাইকোর্টের অনুমোদন আদেশ, স্বাধীন স্ক্রুটিনাইজারের প্রতিবেদনসহ যাবতীয় রেকর্ড তলব করা হয়েছে। একই সঙ্গে একীভূতকরণ প্রক্রিয়ায় ডিএসই ও কমিশনের সঙ্গে হওয়া যোগাযোগ এবং সংশ্লিষ্ট চিঠিপত্রও চাওয়া হয়েছে।

এছাড়া, ২০১৯-২০২৪ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে আরএন স্পিনিং-এর ‘গোয়িং কনসার্ন’ অব্যাহত রাখার সক্ষমতা নিয়ে কোনো গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা থাকলে তার ব্যাখ্যা, এবং ২০২০-২০২৪ সালে নিরীক্ষকদের প্রতিকূল মতামতগুলোর বিস্তারিত কারণও জানতে চেয়েছে বিএসইসি।

নিয়ন্ত্রক সংস্থা আরও জানতে চেয়েছে বীমা দাবির অবস্থা—মোট কত টাকা দাবি করা হয়েছে, এর মধ্যে কতটুকু আদায় হয়েছে, কত টাকা এখনো বকেয়া এবং ক্ষতিপূরণ পুনরুদ্ধারে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিস্টার কনসার্নগুলির তালিকা এবং একীভূতকরণ প্রক্রিয়ায় জড়িত পাওনাদারদের কাছ থেকে অনাপত্তি সনদ (NOC) চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালে অগ্নিকাণ্ডের পর থেকে আরএন স্পিনিং-এর কার্যক্রম বন্ধ রয়েছে এবং ২০১৮-১৯ অর্থবছর থেকে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে লোকসান করে আসছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে এবং উৎপাদন পুনরায় চালুর অংশ হিসেবে গাজীপুরের স্থাপনায় সামিন মিলসের সঙ্গে একীভূত হওয়ার পরিকল্পনা নেয় কোম্পানিটি। ২০২৩ সালের অক্টোবরে বিএসইসির সম্মতি পাওয়ার পর ২০২৪ সালে হাইকোর্ট থেকে এই একীভূতকরণ অনুমোদন মেলে।

এ প্রক্রিয়ার অধীনে আরএন স্পিনিং-এর শেয়ারহোল্ডাররা ১:৫.৫৯ অনুপাতে নতুন শেয়ার পেয়েছেন, যেখানে সামিন ফুড-এর শেয়ারহোল্ডারদের জন্য শেয়ার ইস্যু হয়েছে ১:১ অনুপাতে।

বাজার বিশ্লেষকদের মতে, একীভূতকরণের এই তদন্ত শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও ন্যায্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share
নিউজটি ১৪৯ বার পড়া হয়েছে ।
Tagged