editorial

প্রধান উপদেষ্টার সঙ্গে কোম্পানির সম্পর্ক রয়েছে বলেই কি ঝাঁপিয়ে পড়তে হবে?

বিনিয়োগকারীদের স্মার্ট হওয়া জরুরি

সময়: সোমবার, আগস্ট ১২, ২০২৪ ৭:৩৮:১১ অপরাহ্ণ

বর্তমান অন্তবর্তীকালীন সরকার প্রধান হিসেবে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নাম ঘোষণার পর শেয়ারবাজারে তার সঙ্গে সম্পৃক্ত শেয়ারগুলোর দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিষয়টা এমন যে, গ্রামীন ফোন, মিউচ্যুয়াল ফান্ড, কোম্পানি যা কিছুর সঙ্গে সম্পৃক্ত ড. মুহাম্মদ ইউনুস তার সবগুলোই আঙ্গুল ফুলে রাতারাতি কলাগাছ হয়ে যাবে। গ্রামীন ফোন আগে যা ব্যবসা করেছে এখনো তাই করবে। ব্যবসা ব্যবসায়ের জায়গায়। রাজনীতি রাজনীতির জায়গায়। আর বর্তমান সরকার প্রধান এমনই একজন ব্যক্তিত্ব যিনি স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন। তার সঙ্গে সম্পৃক্ত কোম্পানি বেশি সুবিধা পাবে আর বাকিগুলো পাবে না বিষয়টি তেমন নয়। তাই শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে স্মার্ট হওয়া জরুরি।
বেশির ভাগ বিনিয়োগকারী নিজের কষ্টার্জিত সম্পদ শেয়ারবাজারে বিনিয়োগ করেন। সুতরাং তার সম্পদের সুরক্ষার ব্যবস্থা তাকেই নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থাগুলো হয়তো বাজারের উত্তরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু ধসের কারণে তিনি যে পরিমাণ সম্পদ হারিয়েছেন, তা তো আর ফেরত দেবে না। কাজেই সম্ভাব্য সব পরিস্থিতির জন্যই নিজেকে প্রস্তুত রাখা একজন বিনিয়োগকারীর জন্য বিচক্ষণতার পরিচায়ক।

শেয়ারবাজার অনেকটা বহমান নদীর মতো। কখনো কখনো এটি নিজেই নিজের গতিপথ নির্ধারণ করে নেয়। কখনো আবার বাহ্যিক কিছু প্রভাবকের কারণে বাজারের স্বাভাবিক প্রবাহ রুদ্ধ হয় এবং বিনিয়োগকারীদের মাথায় হাত দেয়ার উপক্রম হয়। বাঁধ বসিয়ে নদীর গতিপথ বন্ধ করে দিলে যেমন উজানে বন্যা হয়ে দুকূল ভাসিয়ে নিয়ে যায় আর তাতে কৃষকের কষ্টের ফসল ক্ষতিগ্রস্ত হয়, শেয়ারবাজারের ক্ষেত্রেও ঠিক তা-ই। বন্যা এড়ানোর মাধ্যমে কৃষকের ফসল বাঁচাতে যেমন নদীর গতিপথ ঠিক রাখা জরুরি, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য শেয়ারবাজারের স্বাভাবিক আচরণ নিশ্চিত করা তেমনটাই আবশ্যক। তবে এক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর পাশাপাশি বিনিয়োগকারীর নিজেরও কিছু দায়িত্ব রয়েছে।

সম্ভাব্য বাজারধস যেন আপনার সব পুঁজি কেড়ে নিতে না পারে, সেজন্য নিজের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনুন। ভিন্ন ভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগ করুন। এ ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক হয়ে দাঁড়াতে পারে আপনার বয়স ও ঝুঁকি গ্রহণের সক্ষমতা। আপনি সরাসরি কোনো শেয়ারে বিনিয়োগ করবেন নাকি মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে বিনিয়োগের মতো পরোক্ষ কৌশল অবলম্বন করবেন, তা সম্পূর্ণভাবেই আপনার ওপর নির্ভর করছে। তবে বাজারে মন্দার আশঙ্কা তৈরি হলে অবশ্যই আপনার উচিত হবে মোট পুঁজির কিছু অংশ এমন খাতে বিনিয়োগ করা, যা আপনার কাছে তুলনামূলক নিরাপদ বলে মনে হবে। এক্ষেত্রে চলতি বাজারে আপনি হয়তো প্রত্যাশামাফিক রিটার্ন না-ও পেতে পারেন, কিন্তু ধস নামলে অন্তত সব পুঁজি হারাবেন না।

Share
নিউজটি ২৭২ বার পড়া হয়েছে ।
Tagged