সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিনিয়োগকারীদের ১৬ হাজার কোটি টাকার বেশি পুঁজি গায়েব

সময়: শুক্রবার, আগস্ট ২৩, ২০২৪ ২:৪০:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৮-২২ আগস্ট) বিনিয়োগকারীদের ৩ হাজার কোটি টাকার বেশি পুঁজি গায়েব হয়েছে। অর্থাৎ গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ৩ হাজার ২৮৯ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা বা ৫১.৩০ শতাংশ। একই সঙ্গে আলোচ্য সপ্তাহে সূচক ও টাকার অংকে লেনদেন কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জের (সিএসই) একই অবস্থা বিরাজ করেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০৩.৯২ পয়েন্ট বা ৩.৪৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৯.৯২ পয়েন্টে।
অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪৫.৬৪ পয়েন্ট বা ৩.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২১৯.০৮ পয়েন্টে।
ডিএসই-৩০ সূচক ৮৮.৭৬ পয়েন্ট বা ৪.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯০.৫৯  পয়েন্টে।
এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৫৮.৪২ পয়েন্ট বা ৪.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩.৩৫ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ৩২টি, কমেছে ৩৫৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৫টি প্রতিষ্ঠানের।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৮কোটি ৭০ লাখ ৪০ হাজার শেয়ার ৬ লাখ ৫৮ হাজার ৮১৮বার হাতবদল হয়।
টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ১২২ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬ হাজার ৪১১ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৩ হাজার ২৮৯ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা বা ৫১.৩০ শতাংশ।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮ হাজার ৯৬৪ কোটি ৪০ লাখ ৪০ হাজার টাকা।
আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৮৩১ কোটি ৮০ লাখ ৯০ হাজার টাকায়।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১৬ হাজার ১৩২ কোটি ৫৯ লাখ ৫০ হাজার টাকা বা ২.২৮ শতাংশ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৫৩.৫২ পয়েন্ট বা ৩.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩১.৫৬ পয়েন্টে।
সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৩৯৩.৯২ পয়েন্ট বা ৩.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৬৫.১৬ পয়েন্টে।
অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৪২.৫৮ পয়েন্ট বা ৩.৪০ শতাংশ এবং সিএসআই সূচক ৪২.৮৯ পয়েন্ট বা ৩.৯৬ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ২১০.৩৯ পয়েন্টে এবং ৩৮.৯৯ পয়েন্টে।
এছাড়া সিএসই-৩০ সূচক ৪১৬.৭১ পয়েন্ট বা ৩.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৯১৫.৩৭ পয়েন্টে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ২৮টি, কমেছে ২৬০টি এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।
সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫১ কোটি ৮০ লাখ ৩৫ হাজার ১১৭ টাকার।
আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৫ কোটি ২ লাখ ১৩ হাজার ৮২০ টাকার।
অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪৩ কোটি ২১ লাখ ৭৮ হাজার ৭০২ টাকা বা ৪৫.৪৮ শতাংশ।
Share
নিউজটি ৩২২ বার পড়া হয়েছে ।
Tagged