editorial

বিনিয়োগকারী আর্তনাদের জয় এবার পুঁজিবাজার ঢেলে সাজাতে হবে

সময়: বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ১১:৫৯:৪৫ পূর্বাহ্ণ

আওয়ামী সরকার ক্ষমতা লাভের পর থেকেই শেয়ারবাজার যেন তার গতি হারিয়ে ফেলেছিল। ট্নাা ১৬ বছর বিনিয়োগকারীদের মধ্যে এক ধরণের চাপা ক্ষোভ বিরাজ করছিল। সেই দীর্ঘদিনের আর্তনাদের জয় আজ বিনিয়োগকারীরা পেয়েছেন।

পুঁজিবাজার গডফাদার সালমান এফ রহমানসহ কারসাজি চক্রের আওয়ামী লীগের নেতারা যে যার মতো পালিয়ে বেড়াচ্ছেন। এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শীবলি রুবায়েত-উল-ইসলাম দেশের বাইরে রয়েছেন। আওয়ামী লীগ করায় সঙ্গত কারণে তিনি আর দেশে ফিরবেন কিনা সে নিয়ে নানা শঙ্কা বিরাজ করছে।

বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই,), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাবেক সরকার সমর্থিত কর্মকর্তারা ভীতিকর অবস্থানে রয়েছেন। এছাড়া আওয়ামী লীগের এমপি-মন্ত্রী যারা বিভিন্ন সিকিউরিটিজ হাউজের মালিকানায় রয়েছেন তারাও পালিয়ে বেড়াচ্ছেন। কারসাজি চক্রের হোতারা নিজেদের সংস্কারে ব্যস্ত হয়ে পড়েছেন। যে কারণে আজ পুঁজিবাজারের ইতিহাসের এতো বড় উত্থানের মধ্যেও বিতর্কিত শেয়ারের দরগুলো কমেছে।

দীর্ঘ ১৬ বছর ধরে পুঁজিবাজারে তারা যে শোষণ করেছে এবার তার শোধ নেওয়ার সময় এসেছে। খুব অল্প সময়েই এই পুঁজিবাজার আবারও ঢেলে সাজানো হবে। মানুষ এখন স্বত:স্ফূর্তভাবে পুঁজিবাজারে বিনিয়োগ করবে। আজকের বাজার চিত্র অনেককিছু ইঙ্গিত দিয়ে গেছে। ২০০৭-২০০৯ সাল পর্যন্ত সেনাবাহিনীর শাসনে দেশ যেভাবে পরিচালিত হয়েছিল তাতে দেশের মানুষ অনেক নিরাপদ ছিল। দুর্নীতি-অনিয়ম করতেও একেকজনের বুক কেঁপেছে।

কিন্তু সেনা শাসন দিয়ে দেশ পরিচালনা করা যায় না। তাইতো সরকার পতনের একদিনের মাথায় অন্তবর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকারের কান্ডারি হবেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস। তার সঙ্গে কাজ করবেন প্রথিতযশা অর্থনীতিবিদগণ। অন্তবর্তীকালীন সরকারের যে রূপরেখা দেখা যাচ্ছে তাতে শিগগিরই বাংলাদেশ একটি নতুন দিগন্তের সূচনা করবে। এই পুঁজিবাজার তার অভিষ্টলক্ষ্যে পৌছে যাবে। বিনিয়োগকারীদের দীর্ঘদিনের ক্ষতি পোষাণোর সময় এসে গেছে।

Share
নিউজটি ২৮১ বার পড়া হয়েছে ।
Tagged