নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (MPETROLEUM) তাদের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি নতুন নামে পরিচিত হবে ‘মেঘনা পেট্রোলিয়াম পিএলসি (Meghna Petroleum PLC)’ নামে।
কোম্পানির পরিচালনা পর্ষদ জানিয়েছে, প্রতিষ্ঠানের মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন (MoA এবং AoA)-এর সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইসঙ্গে পর্ষদ আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন-এর ধারা ১৬৫(৪) সংশোধনেরও অনুমোদন দিয়েছে।
এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন গ্রহণের জন্য কোম্পানিটি তাদের ১০ম বিশেষ সাধারণ সভা (EGM) আহ্বান করেছে। সভাটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৪ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিটে, ডিজিটাল প্ল্যাটফর্মে।
শেয়ারহোল্ডার নির্ধারণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর ২০২৫।
কোম্পানি সূত্রে জানা গেছে, নাম পরিবর্তনের এই সিদ্ধান্তের মাধ্যমে মেঘনা পেট্রোলিয়াম তাদের করপোরেট কাঠামোকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানে রূপান্তরের পরিকল্পনা হাতে নিয়েছে।


