নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে সফলভাবে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীদের বিশ্লেষণধর্মী চিন্তা ও দক্ষতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক অধ্যাপক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, পিএইচডি। তিনি বলেন, “শেয়ারবাজারে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পাশাপাশি টেকনিক্যাল অ্যানালাইসিসও সমান গুরুত্বপূর্ণ। এই দুই বিশ্লেষণ পদ্ধতি একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে এবং সঠিক সময়ে বিনিয়োগের দিকনির্দেশনা দেয়।”
বুধবার (৫ নভেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত চার দিনব্যাপী “Basic Technical Analysis” প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিনিয়োগকারীদের জ্ঞান ও দক্ষতা না বাড়লে বাজারের স্থিতিশীলতা ও উন্নয়ন সম্ভব নয়। তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, নিয়মিত প্রশিক্ষণ এবং সচেতন বিনিয়োগ সংস্কৃতি একটি টেকসই পুঁজিবাজারের ভিত গড়ে দেয়।”
ডিএসই পরিচালক বিনিয়োগকারীদের অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, “টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বাজারের চাহিদা-যোগানের ভারসাম্য, মূল্য পরিবর্তন ও ট্রেড ভলিউমের প্রবণতা বোঝা যায়, যা বিনিয়োগ সিদ্ধান্তে সহায়ক ভূমিকা রাখে।”
চার দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় ২৬ অক্টোবর থেকে ৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত। প্রশিক্ষণে টেকনিক্যাল অ্যানালাইসিস প্ল্যাটফর্ম, টেকনিক্যাল ইনডিকেটরস, জিওমেট্রিক্যাল ডিসপ্লে, ট্রেডিং সিস্টেম, মার্কেট অ্যানালাইসিস, রিস্ক টার্মিনোলজি ও রিস্ক ম্যানেজমেন্টসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান এবং রিসোর্স পারসন ফিনটেলেক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামনুন বিন জাফর। প্রশিক্ষণ পরিচালনা করেন ফিনটেলেক্ট লিমিটেডের শামনুন বিন জাফর, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সিনিয়র পোর্টফোলিও অ্যানালিস্ট মুস্তফা জাইন উদ্দিন, এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ অ্যান্ড ডিসক্রিশনারি পোর্টফোলিও ম্যানেজমেন্ট মো. হাসিব রেজা, সিএফএ।


