বীমা খাতের লেনদেন ধারাবাহিকভাবে বাড়ছে

সময়: শুক্রবার, সেপ্টেম্বর ২৭, ২০১৯ ১২:১৮:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বীমা খাতের লেনদেন ধারাবাহিকভাবে বাড়ছে। এতে চাঙ্গাভাব বিরাজ করছে বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ারে। একইভাবে চলতি বছরের শুরুতে এ খাতের লেনদেন চাঙ্গা হলেও তা বেশিদিন টেকেনি। ফলে এ খাতের লেনদেন বাড়ার বিষয়টি নিয়ে সংশয়ে রয়েছে বাজার সংশ্লিষ্টরা।
তথ্যমতে, গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনের মধ্যে বীমা খাতের দখলে ছিল ১৮ শতাংশ। আলোচ্য সময়ে খাতটির দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৪ কোটি টাকা। আগের সপ্তাহে ডিএসই’র লেনদেনে খাতটির দখলে ছিল ১২ শতাংশ। ওই সময় খাতটির দৈনিক গড় লেনদেন হয়েছিল প্রায় ৪১ কোটি টাকা। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ডিএসই’র লেনদেনে বীমা খাতের দখলে ছিল ৫ শতাংশ। ওই সময় খাতটির দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২২ কোটি টাকা। এভাবে ধারাবাহিকভাবে বাড়ছে বীমা খাতের লেনদেনের পরিমাণ।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরেই বীমা খাতের শেয়ার দর ছিল অবহেলিত। কিন্তু চলতি বছরের শুরুতে যেভাবে বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ার দরে উত্থান হয়েছিল, তা বেশিদিন টেকেনি। পতন ধারায় রূপ নিয়েছিল। তাতে বোঝা যায়- এসব কোম্পানির দর বাড়ার বিষয়টি স্বাভাবিক ছিল না। গত কিছুদিন ধরে ফের বীমা খাতের লেনদেন ধারাবাহিকভাবে বাড়ছে। বর্তমান সময়ে কোম্পানিগুলোর দর বাড়ার পেছনে কোনো ভালো খবরও নেই। তাছাড়া এ খাতের কোম্পানিগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগ বেশ মন্দা। নামমাত্র কিছু কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ রয়েছে। হঠাৎ দর বাড়ায় বিনিয়োগকারীদের আগ্রহ এ খাতে বাড়ছে। এ কারণে ডিএসই’র হালনাগাদ তালিকায় শেয়ারধারণ সংক্রান্ত তথ্যে সাধারণ বিনিয়োগকারীরাই এ খাতে বেশি বিনিয়োগ করেছে। খাতটির শেয়ার দরে পতনের সঙ্গে সঙ্গে এসব বিনিয়োগকারীদের ক্ষতির পাল্লা ভারি হবে। তাই এ খাতের দর হঠাৎ বাড়ার পেছনের কারণ খতিয়ে দেখা উচিত।
এ সম্পর্কে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ ‘দৈনিক শেয়ারবাজার প্রতিদিন’কে বলেন, হঠাৎ বীমা কোম্পানির দর কেন বাড়ছে তা বলতে পারছি না। কোনো কোম্পানির দর অস্বাভাবিক বাড়লে তা বিএসইসি দেখবে। তবে বর্তমানে জুন ক্লোজিং কোম্পানির দিকে বিনিয়োগকারীদের বেশি আগ্রহ রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে দেশে বেসরকারি খাতে মোট ৭৫টি (জীবন বীমা ও সাধারণ) বীমা কোম্পানি রয়েছে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা কোম্পানির সংখ্যা ৪৭টি। তালিকার বাইরে রয়েছে ২৮টি বীমা কোম্পানি।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২৫ বার পড়া হয়েছে ।
Tagged