বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লম্ফন, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁলো

সময়: বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫ ১২:১৩:৪৯ অপরাহ্ণ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বুধবার (২৭ আগস্ট) দিনের শেষে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৩৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুসারে এ সময়ে রিজার্ভ ছিল ২৬ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

এর আগে গত রোববার রিজার্ভ ছিল গ্রস হিসেবে ৩০ দশমিক ৮৬ বিলিয়ন ডলার এবং বিপিএম৬ অনুযায়ী ২৫ দশমিক ৮৭ বিলিয়ন ডলার। এর আগে চলতি জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ২ দশমিক ০২ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ কমে দাঁড়িয়েছিল গ্রস হিসেবে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন এবং বিপিএম৬ অনুযায়ী ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে।

রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন, রপ্তানি আয়ে ধারাবাহিক ইতিবাচক প্রবণতা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ সহায়তার কারণে গত জুন শেষে গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার—যা ছিল গত ২৮ মাসের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে বিপিএম৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৬ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

২০২১ সালের আগস্টে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের রিজার্ভে পৌঁছায় বাংলাদেশ। তবে ধারাবাহিক পতনের ফলে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে, ২০২৪ সালের জুলাই শেষে রিজার্ভ নেমে যায় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অর্থপাচারে কঠোর নিয়ন্ত্রণ, হুন্ডি প্রবাহ হ্রাস এবং বৈধপথে রেমিট্যান্স বৃদ্ধির কারণে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। এর ফলে ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ে প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা ডলারে হিসাব করলে দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন।

 

Share
নিউজটি ১৭০ বার পড়া হয়েছে ।
Tagged