bangladesh bank

ব্যাংকের ঋণ বিতরণ ও বিনিয়োগ সীমা বাড়লো

সময়: বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৯ ৯:০২:০৭ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ব্যাংক খাতে ঋণ বিতরণ ও বিনিয়োগ সীমা বাড়িয়ে তা পুনঃনির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রচলিত ধারার ব্যাংকগুলোর ‘অগ্রীম-আমানত হার’ (এডিআর) ৮১ দশমিক ৫০ শতাংশ থেকে ৩ দশমিক ৫ শতাংশ বাড়িয়ে সর্বোচ্চ ৮৫ শতাংশ এবং ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক ও প্রচলিত ধারার ব্যাংকের ইসলামী ব্যাংকিং-এর ‘বিনিয়োগ-আমানত হার’ (আইডিআর)-এর ক্ষেত্রে বিদ্যমান ৮৯ শতাংশ থেকে ১ শতাংশ বাড়িয়ে সর্বোচ্চ ৯০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে বর্ধিত ঋণ বিতরণ বা বিনিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের পর্ষদের অনুমোদন লাগবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, প্রচলিত ধারার ব্যাংকগুলোর দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে রক্ষিতব্য ‘সিআরআর’ এবং দৈনিক ভিত্তিতে রক্ষিতব্য ‘এসএলআর’ বাদে বিনিয়োগযোগ্য তহবিল দাঁড়ায় ৮১.৫০ শতাংশ এবং ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক ও প্রচলিত ধারার ব্যাংকের ইসলামী ব্যাংকিং কার্যক্রমের জন্য তা দাঁড়ায় ৮৯ শতাংশ। সামগ্রিকভাবে ব্যাংকিং খাতের মূলধন ভিত্তি, তারল্য পরিস্থিতি, আন্তঃব্যাংক নির্ভরশীলতা এবং সর্বোপরি ব্যাসেল-৩ অনুসারে ‘এলসিআর’ (লিক্যুইড কাভারেজ রেশিও) এবং ‘এনএসএফআর’ (নেট স্ট্যাবল ফান্ডিং রেশিও)-এর নির্ধারিত মাত্রা সংরক্ষণের বিষয়টি বিবেচনায় রেখে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রচলিত ব্যাংকগুলোর ‘অগ্রিম-আমানত হার’ (এডিআর) সর্বোচ্চ ৮৫ শতাংশ (৮১.৫০ শতাংশ + সার্বিক আর্থিক সূচকসমূহ বিবেচনায় ব্যাংকের পর্ষদের সিদ্ধান্তক্রমে অতিরিক্ত ৩.৫০ শতাংশ) এবং ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংক ও প্রচলিত ধারার ব্যাংকের ইসলামী ব্যাংকিং কার্যক্রমের জন্য সর্বোচ্চ ৯০ শতাংশ (৮৯ শতাংশ + সার্বিক আর্থিক সূচকসমূহ বিবেচনায় ব্যাংকের পর্ষদের সিদ্ধান্তক্রমে অতিরিক্ত ১ শতাংশ) নির্ধারণ করা হয়েছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৯২৯ বার পড়া হয়েছে ।
Tagged