ব্লক মার্কেট

ব্লক মার্কেটে লেনদেনে আসছে নতুন নির্দেশনা

সময়: মঙ্গলবার, জানুয়ারি ৩, ২০২৩ ১:০৯:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: স্বল্প মূলধনী বিনিয়োগকারীদের কথা চিন্তা করেই ব্লকে লেনদেনের ক্ষেত্রে নতুন নির্দেশনা নিয়ে ভাবছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, যেসব বিনিয়োগকারী ২ থেকে ৩ লাখ টাকার শেয়ার নিয়ে ফ্লোর প্রাইসে আটকে আছে, সেসব বিনিয়োগকারী দুই তিন লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন করতে পারবেন।

এছাড়া, ফ্লোর প্রাইস প্রত্যাহার বা দরপতনের সর্বনিম্ন সীমা ১ শতাংশের বেশি আরোপের বিষয়ে বাজারে যে গুঞ্জন রয়েছে, তা সঠিক নয়। অর্থাৎ ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়ে এখনও স্থির অবস্থানে বিএসইসি।

বিএসইসির নিয়ম অনুযায়ী শেয়ারবাজারের ব্লকে লেনদেনের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ লাখ টাকার শেয়ার হাতবদল করতে হয়। তবে ব্লকে লেনদেন বাড়াতে এ শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। শীঘ্রই এ বিষয়ে আদেশ জারি করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

 

Share
নিউজটি ৪১০ বার পড়া হয়েছে ।
Tagged