ব্লক মার্কেট

ব্লক মার্কেটে সাড়ে ১২ কোটি টাকার লেনদেন

সময়: রবিবার, জুলাই ১৭, ২০২২ ৪:২১:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ১৭ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪ কোম্পানির ২৬ লাখ ৬ হাজার ৮২৬টি শেয়ার ৪৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১২ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স। কোম্পানিটির ৩ কোটি ৬৯ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- জিপিএইচ ইস্পাতের ১ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৭৭ লাখ ৫৮ হাজার টাকার, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৭৫ লাখ ৬০ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৫৯ লাখ ২০ হাজার টাকার, সানলাইফ ইন্সুরেন্সের ৫৪ লাখ ৪৪ হাজার টাকার, সি-পার্ল হোটেলের ৪৮ লাখ টাকার, এমএল ডাইংয়ের ৪২ লাখ ৫০ হাজার টাকার, রূপালী লাইফ ইন্সুরেন্সের ৩৮ লাখ ৮ হাজার টাকার, এনার্জি পাওয়ারের ৩৩ লাখ ৯০ হাজার টাকার, তাকাফুল ইসলামি ইন্সুরেন্সের ৩১ লাখ ৪৬ হাজার টাকার, গ্রামীণফোনের ২৯ লাখ ৪১ হাজার টাকার, তিতাস গ্যাসের ২৮ লাখ ৬০ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ২২ লাখ ৯৫ হাজার টাকার, লিবরা ইনফিউশনের ১৮ লাখ ৩২ হাজার টাকার, প্রাইম টেক্সটাইলের ১৮ লাখ টাকার, আলহাজ টেক্সটাইলের ১৬ লাখ ১৯ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ১৫ লাখ ৪৫ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১৪ লাখ ৫০ হাজার টাকার, আমান কটনের ১২ লাখ ১৭ হাজার টাকার, জাহিন টেক্সটাইলের ১২ লাখ ১৬ হাজার টাকার, পেসিফিক ডেনিমের ১১ লাখ ২৫ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১০ লাখ ৩৬ হাজার টাকার, সায়হাম টেক্সটাইলের ৯ লাখ ৮৪ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৯ লাখ ৫৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৯ লাখ ৩ হাজার টাকার, বিডি থাইয়ের ৮ লাখ ১৭ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ৭ লাখ ৮৭ হাজার টাকার, জেএমআই হসপিটালের ৬ লাখ ৫৯ হাজার টাকার, ইফাদ অটোর ৬ লাখ ১২ হাজার টাকার, সিনোবাংলার ৬ লাখ ৫ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫ লাখ ৮৫ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৫ লাখ ৩০ হাজার টাকার, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের ৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৯০ বার পড়া হয়েছে ।
Tagged