ব্লক মার্কেট

ব্লক মার্কেটে সাড়ে ২৮ কোটি টাকার লেনদেন

সময়: বুধবার, আগস্ট ২৬, ২০২০ ৪:৩৯:১৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ব্লক মার্কেটে ২৩ কোম্পানির লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা, বারাকা পাওয়ার, বেক্সিমকো, সিটি ব্যাংক, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইস্টল্যান্ড, ইস্টার্ন লব্রিকেন্টস, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এস্কয়ার নিট, জেনেক্স ইনফোসিস, মালেক স্পিনিং, এম.এল ডাইং, ন্যাশনাল হাউজিং, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ফার্মা এইডস, প্যারামাউন্ট টেক্সটাইল, সী পার্ল বীচ, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, সিঙ্গার বিডি, স্কয়ার ফার্মা ও উত্তরা ব্যাংক লিমিটেড। সাড়ে ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৫৬ লাখ ৫৩ হাজার ৭৫৮টি শেয়ার ৫৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২৮ কোটি ৫২ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৭ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ২০ লাখ টাকার বারাকা পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৮৫ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সিটি ব্যাংকের।

এছাড়া বেক্সিমকোর ৫ লাখ ৭৮ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়ার ফান্ডের ৩১ লাখ ৫০ হাজার টাকার, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ১৮ লাখ ৭২ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৫ লাখ ২০ হাজার টাকার, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৫৫ হাজার টাকার, এস্কয়ার নিট কম্পোজিটের ৫ লাখ ৬ হাজার টাকার, ফাইন ফুডসের ১ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকার, জেনেক্সের ৬০ লাখ ৫০ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৬ লাখ ৫৮ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৮০ লাখ ৫৫ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৮ লাখ ৫ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৩ লাখ ৬০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১৬ লাখ ৮৬ হাজার টাকার, ফার্মা এইডসের ৯ লাখ ৩০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৯ লাখ ৩৬ হাজার টাকার, সী পার্লের ৭২ লাখ ৫৭ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৩২ লাখ টাকার, সিঙ্গারের ১৪ লাখ ৭২ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪৩ লাখ ২০ হাজার টাকার এবং উত্তরা ব্যাংকের ২৯ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার পতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৫০ বার পড়া হয়েছে ।
Tagged