ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

সময়: মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২০ ৫:৩৮:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ১২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪০ লাখ ৭৮ হাজার ২০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৪৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্যাংক এশিয়া লিমিটেডের।
স্কয়ার ফার্মার ২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তৃতীয় স্থানে থাকা রেনেটা ১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, বিএসআরএম লিমিটেড, নাভানা সিএনজি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফনিক্স ফাইন্যান্স, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট, এসকে ট্রিমস ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৩৭ বার পড়া হয়েছে ।
Tagged