ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ১৩৬ কোটি টাকার লেনদেন

সময়: সোমবার, জুন ১৩, ২০২২ ৫:২৩:১৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ১৩ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির ২ কোটি ৩৬ লাখ ৬২ হাজার ৪০৭টি শেয়ার ৯৭বার হাতবদল হয়, যার বাজার মূল্য ১৩৬ কোটি ১৭ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের। কোম্পানিটির লেনেদেন হয়েছে ৩৪ কোটি ২৬ লাখ ৯ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির লেনেদেন হয়েছে ২৪ কোটি ৫৩ লাখ ৫২ হাজার টাকার। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে রেনাটা লিমিটেডের। কোম্পানিটির লেনেদেন হয়েছে ১০ কোটি ৬ লাখ ৫ হাজার টাকার। পঞ্চম সর্বোচ্চ লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের। কোম্পানিটির লেনেদেন হয়েছে ৭ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- আজ ব্লক মার্কেটে নাহি অ্যালুমিনিয়ামের শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৫৩ লাখ ৯২ হাজার টাকার, বেক্সিমকো গ্রীন সুকুক বন্ডের ৩ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ২৪ লাখ ৭৫ হাজার টাকার, বিকন ফার্মার ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার, সিটি ব্যাংকের ১ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৯৯ লাখ ৯৩ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৯০ লাখ ৬২ হাজার টাকার, সালভো কেমিক্যাল এর ৮৬ লাখ ১৯ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৬৯ লাখ ৩৩ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ৬৭ লাখ ৩৪ হাজার টাকার, লুবরেফের ৬২ লাখ ৫০ হাজার টাকার, ইউনিক হোটেলের ৬২ লাখ টাকার, আলহাজ টেক্সটাইলের ৫১ লাখ ৩০ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৫০ লাখ ৮৮ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ৪৯ লাখ ৮২ হাজার টাকার, অলটেক্সের ৪৮ লাখ ৫১ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৩০ লাখ ৩৬ হাজার টাকার, আরএকে সিরামিকের ২৯ লাখ ৭৭ হাজার টাকার, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৮৯ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২০ লাখ ৫০ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ১৯ লাখ ৮০ হাজার টাকার, ইমাম বাটনের ১৯ লাখ ২০ হাজার টাকার, ইউনিয়ন ব্যাংকের ১৭ লাখ ৫০ হাজার টাকার, আরডি ফুডের ১৭ লাখ ৩২ হাজার টাকার, এপেক্স ট্যানারির ১৭ লাখ টাকার, রবি আজিয়াটার ১৩ লাখ ১৫ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ৯ লাখ ৮ হাজার টাকার, প্রাইম টেক্সটাইলের ৮ লাখ ১০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৭ লাখ ১৭ হাজার টাকার, এডিএন টেলিকমের ৭ লাখ ৫ হাজার টাকার, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬ লাখ ৫৪ হাজার টাকার, মুন্নু ফেব্রিক্সের ৫ লাখ ৬৫ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৫ লাখ ৩৬ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৫ লাখ ২৩ হাজার টাকার।

Share
নিউজটি ২০২ বার পড়া হয়েছে ।
Tagged