ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন

সময়: রবিবার, মার্চ ৬, ২০২২ ৩:৫৫:০৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৩ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর ১২ লাখ ৭৯ হাজার ৩১টি শেয়ার ২৬বার হাতবদলের মাধ্যমে ১৩ কোটি ২৭ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসই ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে ইবনে সিনা ফার্মার। প্রতিষ্ঠানটির ২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ রেনেটা লিমিটেডের ২ কোটি ৯১ লাখ ৮৬ হাজার টাকার এবং তৃতীয় সর্বোচ্চ বাংলাদেশ সাবমেনির ক্যাবলসের ১ কোটি ৯০ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লেনদেনে অংশ নেয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে আমরা টেকনোলজিসের ৩৩ লাখ ৬০ হাজার টাকা, একমি ল্যাবের ৪২ লাখ ৪৭ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ৫ লাখ ১৪ হাজার টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১৪ লাখ ৬১ হাজার টাকা, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭ লাখ ৯৯ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের ৫৬ লাখ ৪৫ হাজার টাকা, জিবিবি পাওয়ারের ৩২ লাখ ২০ হাজার টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ৪৯ লাখ ৯৮ হাজার টাকা, ফার্মা এইডসের ৯ লাখ ৯৯ হাজার টাকা, ফনিক্স ফাইন্যান্সের ৪৬ লাখ ৭০ হাজার টাকা, প্রাইম ইন্স্যুরেন্সের ৪২ লাখ ৫৫ হাজার টাকা, কুইন সাউথ টেক্সটাইলের ৮ লাখ ১৬ হাজার টাকা, সালভো কেমিক্যালের ১৫ লাখ টাকা, সোনালী পেপারের ১ কোটি ৭৭ লাখ ৫৬ হাজার টাকা এবং তাকাফুল ১০ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ১৯৭ বার পড়া হয়েছে ।
Tagged