ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন

সময়: বৃহস্পতিবার, আগস্ট ১, ২০১৯ ১১:৪৭:৩৮ পূর্বাহ্ণ


ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ  ৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- ব্যাংক এশিয়া, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, জেনেক্স ইনফোসিস লিমিটেড, গ্লাক্সোস্মিথ ক্লাইন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ইউনাইটেড পাওয়ার ও আইপিডিসি।

কোম্পানিগুলোর ৭২ লাখ ৭৭ হাজার শেয়ার ১১ বার হাত বদল হয়েছে। টাকার অঙ্কে এগুলোর মোট মূল্য ছিল ১৭ কোটি ৪৫ লাখ ৬২ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, লেনদেনের সর্বোচ্চ অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া। একবার হাত বদল হয়ে কোম্পানিটির মোট ৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। একবার হাত বদল হয়ে ৩ কোটি টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আইপিডিসি রয়েছে লেনদেনের তৃতীয় অবস্থানে। কোম্পানিটির মোট ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দুলামিয়া কটন ৫ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস লিমিটেড ১৪ লাখ ২৫ হাজার টাকা, গ্লাক্সোস্মিথ ক্লাইন ৬৩ লাখ ৩৬ হাজার টাকা, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ১ কোটি ২৪ লাখ টাকা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ১০ লাখ ৫৬ হাজার টাকা ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ৬৫ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছ।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩৩৯ বার পড়া হয়েছে ।
Tagged