ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন

সময়: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২০ ৪:২৯:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ মঙ্গলবার ব্লক মার্কেটে ১১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছি। এ সব কোম্পানির ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৫২ লাখ ৭৪ হাজার ৬২১টি শেয়ার ২৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৮ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা ব্যাংক এশিয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে উত্তরা ব্যাংকের।
এছাড়া অ্যাডভেন্ট ফার্মারর ২৬ লাখ ৭০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৭৫ লাখ ৪৮ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২৯ লাখ ১১ হাজার টাকার, ইস্টার্ন কেবলসের ১০ লাখ ৩৭ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১ কোটি ১২ লাখ ২১ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৯০ লাখ ১৬ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ১২ লাখ ৩ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ৭৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩০৬ বার পড়া হয়েছে ।
Tagged