ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ২০ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫ ৭:০৭:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ২১ ডিসেম্বর ২০২৫, রোববার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ৩৩ লাখ ১৮ হাজার ২২৬টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ১৮ কোটি ৯২ লাখ ৬৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সর্বাধিক লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি-তে (BRACBANK)। কোম্পানিটির ১২ লাখ শেয়ার ৬৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৬৬ লাখ ৮০ হাজার টাকা।

দ্বিতীয় সর্বাধিক লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিম পিএলসি-তে (LOVELLO)। কোম্পানিটির ৫ লাখ ৯ হাজার শেয়ার ৬৫ টাকা থেকে ৭৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে রেনাটা লিমিটেড (RENATA)। কোম্পানিটির ৫০ হাজার শেয়ার ৩৯৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকা।

চতুর্থ স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (ASIATICLAB)। কোম্পানিটির ২ লাখ ৭৬ হাজার ৯৯৯টি শেয়ার ৫০ টাকা থেকে ৫৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৪১ লাখ ৯৯ হাজার টাকা।

পঞ্চম স্থানে রয়েছে জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (GQBALLPEN)। কোম্পানিটির ২৩ হাজার ৯০০টি শেয়ার ৪০৬ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ লাখ ৩ হাজার টাকা।

ষষ্ঠ স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (CITYGENINS)। কোম্পানিটির ৯৬ হাজার ৩৫০টি শেয়ার ৭২ টাকা ৫০ পয়সা থেকে ৮০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ লাখ ৩৪ হাজার টাকা।

সপ্তম স্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (SONALILIFE)। কোম্পানিটির ৯১ হাজার ৬০২টি শেয়ার ৬৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৬০ লাখ টাকা।

অষ্টম স্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড (DBH1STMF)। কোম্পানিটির ৬ লাখ ৩৫ হাজার শেয়ার ৭ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ লাখ ৮ হাজার টাকা।

নবম স্থানে রয়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SALVO)। কোম্পানিটির ৯৬ হাজার ৮২৪টি শেয়ার ৩১ টাকা থেকে ৩২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ লাখ ৮২ হাজার টাকা।

দশম স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)। কোম্পানিটির ৭ হাজার ৬০০টি শেয়ার ৩৫৫ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৬ লাখ ৯৮ হাজার টাকা।

পরবর্তী লেনদেনসমূহ নিম্নরূপ—

UTTARABANK: ১,০০,০০০ শেয়ার, ১৯ টাকা ৪০ পয়সা, মোট ১৯,৪০,০০০ টাকা

SHYAMPSUG: ১১,৫০০ শেয়ার, ১৬২ টাকা থেকে ১৭৫ টাকা, মোট ১৯,০২,০০০ টাকা

GP: ৬,৫১৮ শেয়ার, ২৫৮ টাকা, মোট ১৬,৮২,০০০ টাকা

BEACONPHAR: ১৮,২০০ শেয়ার, ৯২ টাকা, মোট ১৬,৭৪,০০০ টাকা

RELIANCE1: ১,১০,৪৭০ শেয়ার, ১৫ টাকা, মোট ১৬,৫৭,০০০ টাকা

SAIHAMCOT: ৩৭,০০০ শেয়ার, ২০ টাকা ৯০ পয়সা, মোট ৭,৭৩,০০০ টাকা

BSC: ৫,৩৬২ শেয়ার, ১১২ টাকা ৬০ পয়সা, মোট ৬,০৪,০০০ টাকা

RAHIMTEXT: ৩,০০১ শেয়ার, ২০০ টাকা, মোট ৬,০০,০০০ টাকা

ORIONPHARM: ১৭,০০০ শেয়ার, ৩০ টাকা ১০ পয়সা, মোট ৫,১২,০০০ টাকা

SIMTEX: ২১,৯০০ শেয়ার, ২২ টাকা ৯০ পয়সা, মোট ৫,০২,০০০ টাকা

Share
নিউজটি ৩০ বার পড়া হয়েছে ।
Tagged