ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ২১ কোটি টাকার বেশি লেনদেন

সময়: সোমবার, এপ্রিল ৫, ২০২১ ১০:০৮:০১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (০৫ এপ্রিল) ১৪ কোম্পানির ২১ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মা, ডাচ-বাংলা ব্যাংক, প্রভাতী ইন্স্যুরেন্স, বার্জার পেইন্টস, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, রিং শাইন টেক্সটাইল, সমতা লেদার কমপ্লেক্স, শমরিতা হসপিটাল ও উত্তরা ব্যাংক লিমিটেড। কোম্পানিগুলোর ৩৪ লাখ ৮১ হাজার ১১২টি শেয়ার ২৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২১ কোটি ৩৯ লাখ ৩২ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৩৮ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৫ লাখ ৩৭ হাজার টাকার ডাচ-বাংলা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৫ লাখ ১৫ হাজার টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মার।

এছাড়া বার্জার পেইন্টসের ১ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার টাকার, বেক্সিমকোর ৫ লাখ টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬ লখ ১৬ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৭৭ লাখ ২১ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ২ কোটি ৬৯ লাখ ১ হাজার টাকার, ম্যারিকোর ২ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮ লাাখ ৫৬ হাজার টাকার, রিংশাইনের ৬ লাখ ৬৭ হাজার টাকার, সমতা লেদারের ৬ লাখ ৫৭ হাজার টাকার, শমরিতা হসপিটালের ৫ লাখ ৭২ হাজার টাকার এবং উত্তরা ব্যাংকের ২ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৬০৫ বার পড়া হয়েছে ।
Tagged