নিজস্ব প্রতিবেদক: ৩১ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ২৯ লাখ ২৩ হাজার ৭৬৭টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ১২ কোটি ৬ লাখ ৬৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সর্বাধিক লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক লিমিটেডে (PRIMEBANK)। কোম্পানিটির ১৯ লাখ ৮০ হাজার ৪৪২টি শেয়ার ২৫ টাকা ৯০ পয়সা থেকে ২৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ১৪ লাখ ৯৩ হাজার টাকা।
দ্বিতীয় সর্বাধিক লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেডে (BXPHARMA)। কোম্পানিটির ২ লাখ শেয়ার ১১৬ টাকা ৯০ পয়সা থেকে ১১৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়, যার মোট মূল্য প্রায় ২ কোটি ৩৪ লাখ ৩০ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (KBPPWBIL)। কোম্পানিটির ২ লাখ ২৭ হাজার ৩৯৯টি শেয়ার ৭৯ টাকা ৪০ পয়সা থেকে ৮৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১ কোটি ৮২ লাখ ৩৭ হাজার টাকা।
চতুর্থ স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (SUNLIFEINS)। কোম্পানিটির ৬৯ হাজার শেয়ার ৫৬ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৩৮ লাখ ৬৪ হাজার টাকা।
পঞ্চম স্থানে রয়েছে আল-হাজ টেক্সটাইল লিমিটেড (AL-HAJTEX)। কোম্পানিটির ২০ হাজার ৫টি শেয়ার ১৩৩ টাকা থেকে ১৩৪ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ২৬ লাখ ৭১ হাজার টাকা।
ষষ্ঠ স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SIMTEX)। কোম্পানিটির ৬৬ হাজার শেয়ার ২৯ টাকা ৬০ পয়সা থেকে ৩১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৯ লাখ ৯৪ হাজার টাকা।
সপ্তম স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (MIDLANDBNK)। কোম্পানিটির ৯৩ হাজার শেয়ার ২০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৮ লাখ ৭৯ হাজার টাকা।
অষ্টম স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (BATBC)। কোম্পানিটির ৭ হাজার শেয়ার ২৫০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৭ লাখ ৫০ হাজার টাকা।
নবম স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (PRAGATILIF)। কোম্পানিটির ৬ হাজার ২০০টি শেয়ার ২৫৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৬ লাখ ১ হাজার টাকা।
দশম স্থানে রয়েছে আমান ফিড লিমিটেড (AMANFEED)। কোম্পানিটির ৬৫ হাজার শেয়ার ২৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৫ লাখ ৮৬ হাজার টাকা।
একাদশ স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড (ANWARGALV)। কোম্পানিটির ১৬ হাজার শেয়ার ৯৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৫ লাখ ২ হাজার টাকা।
দ্বাদশ স্থানে রয়েছে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SINOBANGLA)। কোম্পানিটির ৩০ হাজার শেয়ার ৫০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৫ লাখ টাকা।
ত্রয়োদশ স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড (BRACBANK)। কোম্পানিটির ২০ হাজার শেয়ার ৬৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৩ লাখ ৬৬ হাজার টাকা।
চতুর্দশ স্থানে রয়েছে কোয়াসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড (QUASEMIND)। কোম্পানিটির ৩৪ হাজার শেয়ার ৩৬ টাকা ৩০ পয়সা থেকে ৪২ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৩ লাখ ৩১ হাজার টাকা।
পঞ্চদশ স্থানে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড (BEACONPHAR)। কোম্পানিটির ১০ হাজার শেয়ার ১২৬ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১২ লাখ ৬০ হাজার টাকা।
ষোড়শ স্থানে রয়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SALVOCHEM)। কোম্পানিটির ৪০ হাজার শেয়ার ২৭ টাকা ৭০ পয়সা থেকে ৩২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১১ লাখ ৯৪ হাজার টাকা।
সপ্তদশ স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড (ORIONINFU)। কোম্পানিটির ২ হাজার ৩০১টি শেয়ার ৪৭০ টাকা থেকে ৪৮৭ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১১ লাখ ২ হাজার টাকা।
অষ্টাদশ স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম পিএলসি (LOVELLO)। কোম্পানিটির ১১ হাজার ২০টি শেয়ার ৯০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৯ লাখ ৯২ হাজার টাকা।
ঊনবিংশ স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড (GP)। কোম্পানিটির ২ হাজার ৫০০টি শেয়ার ৩০০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৭ লাখ ৫০ হাজার টাকা।
বিংশ স্থানে রয়েছে মির আখতার হোসেন লিমিটেড (MIRAKHTER)। কোম্পানিটির ২০ হাজার শেয়ার ৩৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৬ লাখ ৬২ হাজার টাকা।
একবিংশ স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস (BSCPLC)। কোম্পানিটির ৩ হাজার ৯০০টি শেয়ার ১২৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা।


