ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন

সময়: রবিবার, আগস্ট ২১, ২০২২ ৪:৫৫:৪৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, আল-হাজ্ব টেক্সটাইল, একমি পেস্টিসাইডস, অ্যাক্টিভ ফাইন, আনলিমা ইয়ার্ন, আজিজ পাইপস, বিডি ল্যাম্পস, বেক্সিমকো, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ই-জেনারেশন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এইচ.আর টেক্সটাইল, ইমাম বাটন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, যমুনা ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, লুবরেফবিডি, মালেক স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, নিউ লাইন ক্লোথিংস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, শ্যামপুর সুগার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। এসব কোম্পানির ৩৩ লাখ ৩০ হাজার ৮২৬টি শেয়ার ৬৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২২ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৮৪ লাখ ২৮ হাজার টাকার। আল-হাজ্ব টেক্সটাইল ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ১ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে – মালেক স্পিনিংয়ের ১ কোটি ৩ লাখ ৫৯ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৯৮ লাখ ৪ হাজার টাকার, সি পার্লের ৮৯ লাখ ১১ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৬৫ লাখ ১৮ হাজার টাকার, আর ডি ফুডের ৫১ লাখ ৫৯ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫০ লাখ ২ হাজার টাকার, ইমাম বাটনের ৩৬ লাখ ৭১ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংসের ৩৩ লাখ ৬০ হাজার টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২৬ লাখ ৯৮ হাজার টাকার, বিডি ল্যাম্পসের ২৫ লাখ ৯০ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ২৪ লাখ ৫০ হাজার টাকার, যমুনা ব্যাংকের ২৪ লাখ টাকার, আনলিমা ইয়ার্নের ২০ লাখ ৭৩ হাজার টাকার, একমি পেস্ট্রিসাইডের ১৯ লাখ ৮০ হাজার টাকার, আজিজ পাইপসের ১৫ লাখ ৩৩ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১৫ লাখ ৮ হাজার টাকার, সিনোবাংলার ১৩ লাখ টাকার, ই-জেনারেশনের ১১ লাখ ৯৫ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১০ লাখ ৯৫ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ১০ লাখ ২১ হাজার টাকার, ফারইস্ট লাইফের ১০ লাখ ১২ হাজার টাকার, আমরা টেকনোলজির ৯ লাখ টাকার, কপারটেকের ৮ লাখ ৬০ হাজার টাকার, লুবরেফের ৬ লাখ ৬৭ হাজার টাকার, সোনালী পেপারের ৫ লাখ ৭৬ হাজার টাকার, মুন্নু ফেব্রিক্সের ৫ লাখ ৩৭ হাজার টাকার, ইউনিয়ন ক্যাপিটালের ৫ লাখ ১৫ হাজার টাকার, এক্টিভ ফাইনের ৫ লাখ ২ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৫ লাখ টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৫ লাখ টাকার, শ্যামপুর সুগারের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৯৮ বার পড়া হয়েছে ।
Tagged