ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ২২ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫ ৬:৩৮:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ০৮ ডিসেম্বর ২০২৫, সোমবার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ৩৬ লাখ ৯৭ হাজার ৯৩৪টি শেয়ার হাতবদল হয়, যার মোট বাজারমূল্য দাঁড়িয়েছে ১২ কোটি ৫২ লাখ ৫৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)। কোম্পানিটির ১ লাখ ৩৫ হাজার ২০টি শেয়ার ৩১৫ টাকা থেকে ৩৩০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।

দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ (ASIATICLAB)। কোম্পানিটির ৩ লাখ ৮৭ হাজার ৯০৯টি শেয়ার ৫০ টাকা ৫০ পয়সা থেকে ৫৩ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং (DOMINAGE)। কোম্পানিটির ৬ লাখ ৬৪ হাজার ৯০২টি শেয়ার ২৫ টাকা থেকে ২৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। যার মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৬৭ লাখ ৮৬ হাজার টাকা।

চতুর্থ স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস (SHYAMPSUG)। কোম্পানিটির ৩৯ হাজার ৬৮৬টি শেয়ার ১৯১ টাকা ২০ পয়সা থেকে ২০৫ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ হয়েছে ৭৬ লাখ ৮৫ হাজার টাকা।

পঞ্চম স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ (SIMTEX)। কোম্পানিটির ২ লাখ ৪৪ হাজার ১১১টি শেয়ার ২২ টাকা থেকে ২৬ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৬২ লাখ ৪৯ হাজার টাকা।

ষষ্ঠ স্থানে রয়েছে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড (EXIM1STMF)। ফান্ডটির ১৫ লাখ ইউনিট ৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ লাখ ৫০ হাজার টাকা।

সপ্তম স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স (MEGHNALIFE)। কোম্পানিটির ৯৪ হাজার ৯৫১টি শেয়ার ৪২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৪০ লাখ ৩৫ হাজার টাকা।

অষ্টম স্থানে রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স (UNITEDFIN)। কোম্পানিটির ২ লাখ ২৬ হাজার ১৯০টি শেয়ার ১২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ২৮ লাখ ৫০ হাজার টাকা।

নবম স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স (CITYGENINS)। কোম্পানিটির ৩০ হাজার ৫০০টি শেয়ার ৭৪ টাকা থেকে ৮৪ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেন হয়েছে ২৪ লাখ ৮৭ হাজার টাকা।

দশম স্থানে রয়েছে এসি আই লিমিটেড (ACI)। কোম্পানিটির ১১ হাজার ৪২৩টি শেয়ার ১৯২ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেন—২১ লাখ ৯৩ হাজার টাকা।

একাদশ স্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স (SONALILIFE)। কোম্পানিটির ৩২ হাজার ১৪টি শেয়ার ৬৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেন—২১ লাখ ১৯ হাজার টাকা।

দ্বাদশ স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন (ORIONINFU)। কোম্পানিটির ৫ হাজার শেয়ার ৩৯৮ টাকা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ১৯ লাখ ৯০ হাজার টাকা।

ত্রয়োদশ স্থানে রয়েছে স্যালভো কেমিক্যাল (SALVO)। কোম্পানিটির ৫৮ হাজার ১টি শেয়ার ২৯ টাকা ১০ পয়সা থেকে ৩০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেন ১৭ লাখ ১৭ হাজার টাকা।

চতুর্দশ স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান (RELIANCE1)। ফান্ডটির ১ লাখ ইউনিট ১৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেন ১৩ লাখ ৪০ হাজার টাকা।

পঞ্চদশ স্থানে রয়েছে এসপিসিএল (SPCL)। কোম্পানিটির ২৬ হাজার ৪০০টি শেয়ার ৫০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেন ১৩ লাখ ২০ হাজার টাকা।

ষোড়শ স্থানে রয়েছে রহিমা ফুড (RAHIMAFOOD)। কোম্পানিটির ৭ হাজার ৯৭০টি শেয়ার ১২৫ টাকা থেকে ১২৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ১০ লাখ ১০ হাজার টাকা।

সপ্তদশ স্থানে রয়েছে ব্যাংক এশিয়া (BANKASIA)। কোম্পানিটির ৫৬ হাজার শেয়ার ১৮ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেন ১০ লাখ ৮০ হাজার টাকা।

অষ্টাদশ স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস (ACMEPL)। কোম্পানিটির ৫৮ হাজার ৬৬৩টি শেয়ার ১৬ টাকা ৯০ পয়সা থেকে ১৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেন ১০ লাখ টাকা।

উনবিংশ স্থানে রয়েছে আল-হাজ টেক্সটাইল (AL-HAJTEX)। কোম্পানিটির ৫ হাজার ৬০০টি শেয়ার ১২৯ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেন ৭ লাখ ২২ হাজার টাকা।

বিংশ স্থানে রয়েছে বীকন ফার্মা (BEACONPHAR)। কোম্পানিটির ৭ হাজার ৫০০টি শেয়ার ৯৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেন ৭ লাখ ৯ হাজার টাকা।

একুশতম স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস (SQURPHARMA)। কোম্পানিটির ৩ হাজার ৯৪টি শেয়ার ১৮৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেন ৫ লাখ ৭১ হাজার টাকা।

বাইশতম স্থানে রয়েছে রহিম টেক্সটাইল (RAHIMTEXT)। কোম্পানিটির ৩ হাজার শেয়ার ১৮১ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেন ৫ লাখ ৪৩ হাজার টাকা।

Share
নিউজটি ৯৩ বার পড়া হয়েছে ।
Tagged