নিজস্ব প্রতিবেদক: ০২ নভেম্বর ২০২৫, রোববার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ৭৪ লাখ ১৫ হাজার ৫৪৫টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ২৬ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সর্বাধিক লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক লিমিটেডে (PRIMEBANK)। কোম্পানিটির ৪০ লাখ ২০ হাজার শেয়ার ২৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ৪৯ লাখ ২২ হাজার টাকা।
দ্বিতীয় সর্বাধিক লেনদেন হয়েছে এসিআই লিমিটেডে (ACI)। কোম্পানিটির ৪ লাখ ৩১ হাজার ৮৯৯টি শেয়ার ১৮২ টাকা থেকে ১৯৩ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৯০ লাখ ২৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SIMTEX)। কোম্পানিটির ১০ লাখ ৫১ হাজার ৮০০টি শেয়ার ২৮ টাকা থেকে ৩৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ২ কোটি ৯৬ লাখ ২৪ হাজার টাকা।
চতুর্থ স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড (TRUSTBANK)। কোম্পানিটির ১২ লাখ ৬০ হাজার শেয়ার ১৭ টাকা ৬০ পয়সা থেকে ১৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ২ কোটি ২২ লাখ ৯৯ হাজার টাকা।
পঞ্চম স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (KBPPWBIL)। কোম্পানিটির ১ লাখ ৬ হাজার ৯৮৪টি শেয়ার ৮৩ টাকা ৯০ পয়সা থেকে ১০২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৯৯ লাখ ৫০ হাজার টাকা।
ষষ্ঠ স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (ASIATICLAB)। কোম্পানিটির ৬৮ হাজার শেয়ার ৫৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৪০ লাখ ৬০ হাজার টাকা।
সপ্তম স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিংস লিমিটেড (DOMINAGE)। কোম্পানিটির ১ লাখ ২০ হাজার শেয়ার ২২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ২৭ লাখ ১২ হাজার টাকা।
অষ্টম স্থানে রয়েছে ক্রাউন সিমেন্ট পিএলসি (CROWNCEMNT)। কোম্পানিটির ৫০ হাজার শেয়ার ৫৪ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ২৭ লাখ টাকা।
নবম স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (CITYGENINS)। কোম্পানিটির ২৯ হাজার ৭৮২টি শেয়ার ৬৯ টাকা ১০ পয়সা থেকে ৭০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ২০ লাখ ৮৮ হাজার টাকা।
দশম স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড (PTL)। কোম্পানিটির ৩০ হাজার শেয়ার ৫৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৬ লাখ ৫৩ হাজার টাকা।
একাদশ স্থানে রয়েছে মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড (MHSML)। কোম্পানিটির ১ লাখ শেয়ার ১৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৪ লাখ ৫০ হাজার টাকা।
দ্বাদশ স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম পিএলসি (LOVELLO)। কোম্পানিটির ১৩ হাজার শেয়ার ৮৬ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১১ লাখ ১৮ হাজার টাকা।
ত্রয়োদশ স্থানে রয়েছে সাউথ এশিয়া পোর্ট সার্ভিসেস লিমিটেড (SAPORTL)। কোম্পানিটির ২২ হাজার ৪০০টি শেয়ার ৪৫ টাকা থেকে ৪৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১০ লাখ ৯ হাজার টাকা।
চতুর্দশ স্থানে রয়েছে এনভয় টেক্স লিমিটেড (ENVOYTEX)। কোম্পানিটির ১৬ হাজার ৯০০টি শেয়ার ৫৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৮ লাখ ৯৯ হাজার টাকা।
পঞ্চদশ স্থানে রয়েছে আল-হাজ টেক্সটাইল লিমিটেড (AL-HAJTEX)। কোম্পানিটির ৫ হাজার ৫টি শেয়ার ১৩৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৬ লাখ ৯২ হাজার টাকা।
ষোড়শ স্থানে রয়েছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি (SIPLC)। কোম্পানিটির ১২ হাজার শেয়ার ৫৬ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৬ লাখ ৭৮ হাজার টাকা।
সপ্তদশ স্থানে রয়েছে সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (SILCOPHL)। কোম্পানিটির ৪০ হাজার শেয়ার ১৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৬ লাখ ৮ হাজার টাকা।
অষ্টাদশ স্থানে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড (BEACONPHAR)। কোম্পানিটির ৫ হাজার ৮৫০টি শেয়ার ১০২ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার টাকা।
ঊনবিংশ স্থানে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড (ANWARGALV)। কোম্পানিটির ৬ হাজার ৮৫০টি শেয়ার ৮৫ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৫ লাখ ৮২ হাজার টাকা।
বিংশ স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস (BSCPLC)। কোম্পানিটির ৪ হাজার শেয়ার ১৩৮ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৫ লাখ ৫২ হাজার টাকা।
একবিংশ স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড (SEAPEARL)। কোম্পানিটির ১৪ হাজার শেয়ার ৩৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৫ লাখ ৫০ হাজার টাকা।
দ্বাবিংশ স্থানে রয়েছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড (WATACHEM)। কোম্পানিটির ৪ হাজার শেয়ার ১২৮ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৫ লাখ ১২ হাজার টাকা।
ত্রয়োবিংশ (২৩তম) স্থানে রয়েছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (RANFOUNDRY)। কোম্পানিটির ৩ হাজার ৭৫টি শেয়ার ১৬৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৫ লাখ ৫ হাজার টাকা।


