নিজস্ব প্রতিবেদক: ০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ৬৬ লাখ ২১ হাজার ১৫০টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ২৯ কোটি ৫৮ লাখ ৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সর্বাধিক লেনদেন হয়েছে প্রাইম ব্যাংক লিমিটেডে (PRIMEBANK)। কোম্পানিটির ৪০ লাখ শেয়ার ২৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ৪৪ লাখ টাকা।
দ্বিতীয় সর্বাধিক লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (KBPPWBIL)।
কোম্পানিটির ৫ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার ৭৯ টাকা থেকে ৯৬ টাকা দরে লেনদেন হয়, যার মোট মূল্য প্রায় ৫ কোটি ৩৮ লাখ ২৫ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড (ORIONINFU)। কোম্পানিটির ৪৪ হাজার শেয়ার ৪৩০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকা।
চতুর্থ স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (ASIATICLAB)। কোম্পানিটির ৩ লাখ ২ হাজার ৩৯৭টি শেয়ার ৫৭ টাকা ৩০ পয়সা থেকে ৬০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১ কোটি ৭৮ লাখ টাকা।
পঞ্চম স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SIMTEX)। কোম্পানিটির ৫ লাখ ৯৭ হাজার ১১৬টি শেয়ার ২৮ টাকা থেকে ৩১ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা।
ষষ্ঠ অবস্থানে রয়েছে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড (BEACONPHAR)। কোম্পানিটির ১ লাখ ৩২ হাজার ৪০০টি শেয়ার ১০০ টাকা ১০ পয়সা থেকে ১২০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার টাকা।
সপ্তম স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (SUNLIFEINS)। কোম্পানিটির ২ লাখ ৫৮ হাজার ৬৭৪টি শেয়ার ৫১ টাকা ১০ পয়সা থেকে ৫৮ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১ কোটি ৪৯ লাখ ১৮ হাজার টাকা।
অষ্টম স্থানে রয়েছে প্রীমিয়ার ট্যানারি লিমিটেড (PTL)। কোম্পানিটির ২ লাখ ৮ হাজার শেয়ার ৫১ টাকা থেকে ৫৩ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১ কোটি ৭ লাখ ২৪ হাজার টাকা।
নবম স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)। কোম্পানিটির ৩০ হাজার ৭৫৪টি শেয়ার ২৮৮ টাকা থেকে ২৯৫ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৯০ লাখ ৫৩ হাজার টাকা।
দশম স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড (SAPORTL)। কোম্পানিটির ১ লাখ ৭৬ হাজার ৪৪০টি শেয়ার ৪৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৭৬ লাখ ৭৫ হাজার টাকা।
একাদশ স্থানে রয়েছে আল-হাজ টেক্সটাইল লিমিটেড (AL-HAJTEX)। কোম্পানিটির ৩০ হাজার শেয়ার ১৪১ টাকা ৫০ পয়সা থেকে ১৪৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৪২ লাখ ৮১ হাজার টাকা।
দ্বাদশ স্থানে রয়েছে এসি আই লিমিটেড (ACI)। কোম্পানিটির ১৯ হাজার ৭৩০টি শেয়ার ১৮৫ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৩৬ লাখ ৫০ হাজার টাকা।
ত্রয়োদশ স্থানে রয়েছে গ্রামীণফোন পিএলসি (GP)। কোম্পানিটির ১০ হাজার শেয়ার ৩০০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৩০ লাখ টাকা।
চতুর্দশ স্থানে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড (MPETROLEUM)। কোম্পানিটির ১০ হাজার শেয়ার ২২২ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ২২ লাখ ২০ হাজার টাকা।
পঞ্চদশ স্থানে রয়েছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড (PADMAOIL)। কোম্পানিটির ১০ হাজার শেয়ার ২০৪ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ২০ লাখ ৪০ হাজার টাকা।
ষোড়শ স্থানে রয়েছে আইবিবিএল পারপেচুয়াল বন্ড (IBBLPBOND)। কোম্পানিটির ২ হাজার ৮৪০টি বন্ড ৭০৬ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ২০ লাখ ৫ হাজার টাকা।
সপ্তদশ স্থানে রয়েছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড (JAMUNAOIL)। কোম্পানিটির ১০ হাজার শেয়ার ১৯২ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৯ লাখ ২০ হাজার টাকা।
অষ্টাদশ স্থানে রয়েছে সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড (CAPMBDBLMF)। কোম্পানিটির ১ লাখ ৪৯ হাজার ৬০০টি ইউনিট ১০ টাকা ৮০ পয়সা থেকে ১১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১৬ লাখ ৪৬ হাজার টাকা।
ঊনবিংশ স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম পিএলসি (LOVELLO)। কোম্পানিটির ১৮ হাজার শেয়ার ৯০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১৬ লাখ ২৪ হাজার টাকা।
বিংশ স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (CITYGENINS)। কোম্পানিটির ১৪ হাজার শেয়ার ৭৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ১০ লাখ ৬৭ হাজার টাকা।
একবিংশ স্থানে রয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (PRAGATILIF)। কোম্পানিটির ৩ হাজার ৪০০টি শেয়ার ২৭৫ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৯ লাখ ৩৫ হাজার টাকা।
দ্বাবিংশ স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (AIL)। কোম্পানিটির ৯ হাজার ৯৯টি শেয়ার ৫৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৫ লাখ ৫ হাজার টাকা।
ত্রয়োবিংশ স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস লিমিটেড (EASTRNLUB)। কোম্পানিটির ২০০টি শেয়ার ২,৫০০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা।


