ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ২৪ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ৮:০৬:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ১৫ ডিসেম্বর ২০২৫, সোমবার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ৩৬ লাখ ৫৭ হাজার ৭৭২টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ২২ কোটি ২৮ লাখ ৮৮ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ব্লক মার্কেটে সর্বাধিক লেনদেন হয়েছে ফাইন ফুডস লিমিটেডে (FINEFOODS)। কোম্পানিটির ২ লাখ ৫৯ হাজার ৭২৬টি শেয়ার ৩৪১ টাকা থেকে ৩৮১ টাকা দরে লেনদেন হয়। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ১২ লাখ ১ হাজার টাকা।

দ্বিতীয় সর্বাধিক লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রিন-সুকুক বন্ডে (BEXGSUKUK)। ইন্সট্রুমেন্টটির ১০ লাখ ৪৩ হাজার ১৭৬ ইউনিট ৬০ টাকা দরে লেনদেন হয়, যার মোট মূল্য ৬ কোটি ২৫ লাখ ৯১ হাজার টাকা।

তৃতীয় স্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড (CITYGENINS)। কোম্পানিটির ২ লাখ ২০ হাজার ৭৫৮টি শেয়ার ৭২ টাকা ৫০ পয়সা থেকে ৭৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার টাকা।

চতুর্থ স্থানে রয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (DOMINAGE)। কোম্পানিটির ৪ লাখ ৮০ হাজার ৫০১টি শেয়ার ২৬ টাকা থেকে ২৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এতে মোট লেনদেন হয়েছে ১ কোটি ২৫ লাখ ৩০ হাজার টাকা।

পঞ্চম স্থানে রয়েছে সিএপিএম ডিবিএল মিউচুয়াল ফান্ড (CAPMBDBLMF)। ফান্ডটির ৬ লাখ ৪৬ হাজার ইউনিট ১০ টাকা ৫০ পয়সা থেকে ১২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়, যার বাজারমূল্য ৬৮ লাখ ৬৬ হাজার টাকা।

ষষ্ঠ অবস্থানে রয়েছে সাইহাম কটন মিলস লিমিটেড (SAIHAMCOT)। কোম্পানিটির ২ লাখ ৬২ হাজার শেয়ার ১৭ টাকা থেকে ১৯ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৪৭ লাখ ৭৯ হাজার টাকা।

সপ্তম স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি (CITYBANK)। ব্যাংকটির ২ লাখ শেয়ার ২১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এতে মোট লেনদেন হয়েছে ৪৩ লাখ ৪০ হাজার টাকা।

অষ্টম স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (SUNLIFEINS)। কোম্পানিটির ৫০ হাজার শেয়ার ৫৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ লাখ ১৫ হাজার টাকা।

নবম স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড (GP)। কোম্পানিটির ১০ হাজার শেয়ার ২৫৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এতে মোট লেনদেন হয়েছে ২৫ লাখ ৭৫ হাজার টাকা।

দশম স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (ISLAMIBANK)। ব্যাংকটির ৬৯ হাজার শেয়ার ৩৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ ৮৭ হাজার টাকা।

এর বাইরে ব্লক মার্কেটে আরও লেনদেন হয়েছে—

উত্তরা ব্যাংক: ১ লাখ শেয়ার, ১৯ টাকা ৩০ পয়সা, মোট ১৯ লাখ ৩০ হাজার টাকা
প্রগতি ইন্স্যুরেন্স: ২৩ হাজার শেয়ার, ৭১ টাকা ৫০ পয়সা, মোট ১৬ লাখ ৪৫ হাজার টাকা
এশিয়াটিক ল্যাবরেটরিজ: ২৭ হাজার শেয়ার, ৫২ টাকা থেকে ৫২ টাকা ৭০ পয়সা, মোট ১৪ লাখ ১৪ হাজার টাকা
বিডি ল্যাম্পস: ১০ হাজার শেয়ার, ১৪১ টাকা, মোট ১৪ লাখ ১০ হাজার টাকা
বিকন ফার্মাসিউটিক্যালস: ১১ হাজার ৪০০ শেয়ার, ১১৩ টাকা, মোট ১২ লাখ ৮৮ হাজার টাকা
ইস্টার্ন হাউজিং: ১৮ হাজার শেয়ার, ৭০ টাকা ৫০ পয়সা, মোট ১২ লাখ ৬৯ হাজার টাকা
বেক্সিমকো ফার্মা: ১১ হাজার শেয়ার, ১১১ টাকা ৭০ পয়সা, মোট ১২ লাখ ২৯ হাজার টাকা
একমি ল্যাবরেটরিজ: ৬৪ হাজার ৫০০ শেয়ার, ১৭ টাকা ৫০ পয়সা, মোট ১১ লাখ ২৯ হাজার টাকা
সালভো কেমিক্যাল: ৩৪ হাজার ৫৯৯ শেয়ার, ৩০ টাকা ৪০ পয়সা থেকে ৩১ টাকা ৩০ পয়সা, মোট ১০ লাখ ৬৮ হাজার টাকা
 আলিফ ইন্ডাস্ট্রিজ (AIL): ২২ হাজার ১১২ শেয়ার, ৪৫ টাকা থেকে ৪৫ টাকা ৫০ পয়সা, মোট ১০ লাখ ১ হাজার টাকা
প্যারামাউন্ট টেক্সটাইল: ১৭ হাজার শেয়ার, ৫৫ টাকা, মোট ৯ লাখ ৩৫ হাজার টাকা
বাংলাদেশ কম্পিউটারস: ৩০ হাজার শেয়ার, ২৬ টাকা ৭০ পয়সা, মোট ৮ লাখ ১ হাজার টাকা
লাভেলো আইসক্রিম: ১০ হাজার শেয়ার, ৬৩ টাকা ৫০ পয়সা, মোট ৬ লাখ ৩৫ হাজার টাকা
রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড: ৩৮ হাজার ইউনিট, ১৫ টাকা ৭০ পয়সা, মোট ৫ লাখ ৯৭ হাজার টাকা
Share
নিউজটি ৪৭ বার পড়া হয়েছে ।
Tagged