ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার বেশি লেনদেন

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৮, ২০২১ ৮:০৪:৪২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ব্লক মার্কেটে ৩৯টি কোম্পানির ২৫ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার, ওরিয়ন ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, একটিভ ফাইন, আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচার, বে-লিজিং, বেক্সিমকো, বারাকা পতেঙ্গ া পাওয়ার, ব্র্যাক ব্যাংক, ডমিনেইজ স্টিল, ডরিন পাওয়ার, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, ইস্টার্ন হাউজিং, ইভিন্স টেক্সটাইল, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, আইসিবিআই ব্যাংক, খুলনা পাওয়ার, ম্যাকসন্স স্পিনিং, মাইডাস ফাইন্যান্স, ওরিয়ন ইনফিউশন, পিপুলস ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রাইম সিমেন্ট, প্রাইম ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, কাশেম ইন্ডাস্ট্রিজ, রহিমা ফুড, রুপালী ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ার, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, স্যালভো ক্যামিকাল, শমরিতা হাসপিটাল, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিন ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৩১ লাখ ৯৭ হাজার ১৫ টাকার শেয়ার ৬৭ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ২৫ কোটি ১৯ লাখ ৫৮ হাজার টাকা। ডিএসির সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৯৮ লাখ টাকার। দ্বিতীয় সর্বোচ্চ শাহজিবাজার পাওয়ারের ৪ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ ওরিয়ন ফার্মার ২ কোটি ৮৬ লাখ ২৭ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৬৮ লাখ ৯৫ হাজার টাকার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ডের ১১ লাখ ৯৯ হাজার টাকার, একটিভ ফাইনের ৯ লাখ ৪২ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ২৭ লাখ ৪৪ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারের ২৮ লাখ ৪২ হাজার টাকার, বে-লিজিংয়ের ১৫ লাখ টাকার, বেক্সিমকোর ১ কোটি ৩৮ লাখ ৪৫ হাজার টাকার, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৯ লাখ ৪৪ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১০ লাখ ৫ হাজার টাকার, ডমিনেইজ স্টিলের ১০ লাখ ৬৯ হাজার টাকার, ডরিন পাওয়ারের ৯ লাখ টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪৩ লাখ ২০ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ২৩ লাখ ১৪ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৮ লাক ১২ হাজার টাকার, ইভিন্স টেক্সটাইলের ৭ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ৫৬ লাখ ২৫ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৪৮ লাখ ৪০ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৮ লাখ ৫৮ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৫ লাখ টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৬৮ লাখ টাকার, মাইডাস ফাইন্যান্সের ৮ লাখ ৩৫ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২ লাখ ৮৬ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ৫ লাখ ২ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৩৯ লাখ ২০ হাজার টাকার, প্রাইম সিমেন্টের ২৭ লাখ ৮৩ হাজার টাকার, প্রাইম ফাইন্যান্সের ৩১ লাখ ৮২ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১ কোটি ৭২ লাখ টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ১৪ লাখ ২৬ হাজার টাকার, রহিমা ফুডের ৬ লাখ ৯৯ হাজার টাকার, রুপালী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৫ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৫ লাখ ৯ হাজার টাকার, এস.আলম কোল্ড রোল্ড স্টিলের ১ কোটি ১৪ লাখ টাকার, স্যালভো ক্যামিকালের ৫৪ লাখ ৮৮ হাজার টাকার, শমরিতা হাসপিটালের ৫ লাখ ৭ হাজার টাকার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ৯৩ হাজার টাকার এবং তসরিফা ইন্ডাস্ট্রিজের ১১ লাখ ৮১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩০৮ বার পড়া হয়েছে ।
Tagged