নিজস্ব প্রতিবেদক: ৩০ অক্টোবর ২০২৫, বুধবার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ১৬ লাখ ৫৪ হাজার ৬৫টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ২৩ কোটি ৯২ লাখ ৮৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সর্বাধিক লেনদেন হয়েছে মারিকো বাংলাদেশ লিমিটেডে (MARICO)। কোম্পানিটির ৩২ হাজার শেয়ার ২ হাজার ৭৭১ টাকা ৮০ পয়সা থেকে ২ হাজার ৭৮৩ টাকা দরে লেনদেন হয়, যার মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ৮৮ লাখ ৭৭ হাজার টাকা।
দ্বিতীয় সর্বাধিক লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডে (ORIONINFU)। কোম্পানিটির ১ লাখ ১৩ হাজার ৬টি শেয়ার ৪৭৫ টাকা থেকে ৫০৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৫ কোটি ৬৬ লাখ ৫৪ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড (SQURPHARMA)। কোম্পানিটির ১ লাখ শেয়ার ২১৪ টাকা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ১৪ লাখ টাকা।
চতুর্থ স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড (ASIATICLAB)। কোম্পানিটির ২ লাখ ৫০ হাজার শেয়ার ৬২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১ কোটি ৫৭ লাখ টাকা।
পঞ্চম স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (SIMTEX)। কোম্পানিটির ৩ লাখ ৯৭ হাজার ৯৯টি শেয়ার ২৮ টাকা ৫০ পয়সা থেকে ২৯ টাকা দরে লেনদেন হয়, যার মোট লেনদেনের পরিমাণ ১ কোটি ১৪ লাখ ৬৭ হাজার টাকা।
ষষ্ঠ স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (KBPPWBIL)। কোম্পানিটির ১ লাখ ৪০ হাজার ১০২টি শেয়ার ৭৮ টাকা ৪০ পয়সা থেকে ৮২ টাকা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ১ কোটি ১০ লাখ ২০ হাজার টাকা।
সপ্তম স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (BATBC)। কোম্পানিটির ৩১ হাজার ২৬১টি শেয়ার ২৪৫ টাকা থেকে ২৪৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৭৬ লাখ ৬০ হাজার টাকা।
অষ্টম স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড (PTL)। কোম্পানিটির ১ লাখ ৯ হাজার ৭২৩টি শেয়ার ৫১ টাকা ৫০ পয়সা থেকে ৫৭ টাকা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ৬১ লাখ ৮ হাজার টাকা।
নবম স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম পিএলসি (LOVELLO)। কোম্পানিটির ২৮ হাজার ১৫টি শেয়ার ৯০ টাকা ৫০ পয়সা থেকে ৯০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ২৫ লাখ ৩৭ হাজার টাকা।
দশম স্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (SUNLIFEINS)। কোম্পানিটির ৫০ হাজার শেয়ার ৫০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ২৫ লাখ টাকা।
একাদশ স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড (GP)। কোম্পানিটির ৭ হাজার ২১টি শেয়ার ২৮২ টাকা দরে লেনদেন হয়, যার লেনদেনের পরিমাণ ১৯ লাখ ৮০ হাজার টাকা।
দ্বাদশ স্থানে রয়েছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড (BDLAMPS)। কোম্পানিটির ১১ হাজার ২০টি শেয়ার ১৪৫ টাকা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ১৫ লাখ ৯৮ হাজার টাকা।
ত্রয়োদশ স্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড (SONALILIFE)। কোম্পানিটির ২৫ হাজার ১টি শেয়ার ৬৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৫ লাখ ৯৫ হাজার টাকা।
চতুর্দশ স্থানে রয়েছে আমান ফিড লিমিটেড (AMANFEED)। কোম্পানিটির ৬৫ হাজার শেয়ার ২৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ১৫ লাখ ৬৭ হাজার টাকা।
পঞ্চদশ স্থানে রয়েছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড (RANFOUNDRY)। কোম্পানিটির ৬ হাজার ৯৮৮টি শেয়ার ১৬৪ টাকা থেকে ১৭৫ টাকা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ১১ লাখ ৮৯ হাজার টাকা।
ষোড়শ স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড (DOMINAGE)। কোম্পানিটির ৫০ হাজার শেয়ার ২২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১১ লাখ ৫ হাজার টাকা।
সপ্তদশ স্থানে রয়েছে সিএপিএমবিডিবিএল ব্যালেন্সড মিউচুয়াল ফান্ড (CAPMBDBLMF)। কোম্পানিটির ১ লাখ শেয়ার ১০ টাকা থেকে ১০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ১০ লাখ ২০ হাজার টাকা।
অষ্টাদশ স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ লিমিটেড (KAY&QUE)। কোম্পানিটির ১ হাজার ৭৯৫টি শেয়ার ৪৬৪ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৮ লাখ ৩৩ হাজার টাকা।
ঊনবিংশ স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড (ACMEPL)। কোম্পানিটির ৪৪ হাজার ২৩৮টি শেয়ার ১৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ৭ লাখ ১৭ হাজার টাকা।
বিংশ স্থানে রয়েছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি (SIPLC)। কোম্পানিটির ১১ হাজার শেয়ার ৫৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ৬ লাখ ৪২ হাজার টাকা।
একবিংশ স্থানে রয়েছে শাশা ডেনিমস লিমিটেড (SHASHADNIM)। কোম্পানিটির ৩০ হাজার ৯০০টি শেয়ার ১৮ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৫ লাখ ৫৬ হাজার টাকা।
দ্বাবিংশ স্থানে রয়েছে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড (APEXFOOT)। কোম্পানিটির ২ হাজার ৭০০টি শেয়ার ১৯৬ টাকা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ৫ লাখ ২৯ হাজার টাকা।
ত্রয়োবিংশ স্থানে রয়েছে মির আখতার হুসেইন লিমিটেড (MIRAKHTER)। কোম্পানিটির ১৬ হাজার শেয়ার ৩৩ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৫ লাখ ২৮ হাজার টাকা।
চতুর্বিংশ স্থানে রয়েছে রেকিট বেঙ্কিজার (বাংলাদেশ) লিমিটেড (RECKITTBEN)। কোম্পানিটির ১৫৫টি শেয়ার ৩ হাজার ২৪০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ৫ লাখ ২ হাজার টাকা।
পঞ্চবিংশ স্থানে রয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (BERGERPBL)। কোম্পানিটির ৩৭০টি শেয়ার ১ হাজার ৩৫১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা।
শেষে, ছাব্বিশতম স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড (RELIANCE1)। কোম্পানিটির ৩০ হাজার ৬৭৫টি ইউনিট ১৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা।


