নিজস্ব প্রতিবেদক: ০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট ২৩ লাখ ৭০ হাজার ৫৫৯টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ১৭ কোটি ৪০ লাখ ৭৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সর্বাধিক লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওয়েভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (KBPPWBIL)। কোম্পানিটির ৯ লাখ ৮১ হাজার শেয়ার সর্বোচ্চ ৮৪ টাকা ৫০ পয়সা থেকে সর্বনিম্ন ৮৪ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ কোটি ২৯ লাখ টাকা।
দ্বিতীয় সর্বাধিক লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডে (ORIONINFU)। কোম্পানিটির ৮৯ হাজার ৫৮৫টি শেয়ার ৩৭৯ টাকা ২০ পয়সা থেকে ৪৫১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ প্রায় ৩ কোটি ৬২ লাখ ৩২ হাজার টাকা।
তৃতীয় স্থানে রয়েছে এসি আই লিমিটেড (ACI)। কোম্পানিটির ৬৫ হাজার ৮০৫টি শেয়ার ১৭৫ টাকা থেকে ১৯২ টাকা দরে লেনদেন হয়, যার মোট লেনদেনের পরিমাণ ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার টাকা।
চতুর্থ স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড (FINEFOODS)। কোম্পানিটির ২৪ হাজার ৫০০ শেয়ার ৩১০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৭৫ লাখ ৯৫ হাজার টাকা।
পঞ্চম স্থানে রয়েছে একমি পেস্টিসাইডস (ACMEPL)। কোম্পানিটির ৫ লাখ ৩০ হাজার শেয়ার ১৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়, মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৫ লাখ ২৬ হাজার টাকা।
ষষ্ঠ অবস্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট (SAPORTL)। কোম্পানিটির ১ লাখ ১১ হাজার ২০০ শেয়ার ৪৫ টাকা থেকে ৪৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৫০ লাখ ৫৪ হাজার টাকা।
সপ্তম স্থানে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (CLICL)। কোম্পানিটির ৬৩ হাজার শেয়ার ৫৬ টাকা থেকে ৫৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ৩৫ লাখ ২৯ হাজার টাকা।
অষ্টম স্থানে রয়েছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (MONNOCERA)। কোম্পানিটির ৩১ হাজার ৫৫টি শেয়ার ৯১ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ২৮ লাখ ৭২ হাজার টাকা।
নবম স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম পিএলসি (LOVELLO)। কোম্পানিটির ৩২ হাজার শেয়ার ৮৯ টাকা থেকে ৯০ টাকা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ২৮ লাখ ৫৪ হাজার টাকা।
দশম স্থানে রয়েছে আইটিসি লিমিটেড (ITC)। কোম্পানিটির ৩৮ হাজার ৭০০ শেয়ার ৪৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ ১৬ লাখ ৭৬ হাজার টাকা।
অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে—
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB): ১ লাখ শেয়ার ১২ টাকা ৩০ পয়সা দরে, মোট লেনদেন ১২ লাখ ৩০ হাজার টাকা।
সানলাইফ ইন্স্যুরেন্স (SUNLIFEINS): ২০ হাজার শেয়ার ৫০ টাকা ৫০ পয়সা থেকে ৫৬ টাকা ৫০ পয়সা দরে, মোট লেনদেন ১০ লাখ ৭০ হাজার টাকা।
মনো স্পুল পেপার (MONOSPOOL): ৭ হাজার ৯৮১ শেয়ার ১১৫ টাকা ৩০ পয়সা দরে, মোট লেনদেন ৯ লাখ ২০ হাজার টাকা।
রিলায়েন্স ওয়ান (RELIANCE1): ৫০ হাজার শেয়ার ১৭ টাকা ২০ পয়সা দরে, মোট লেনদেন ৮ লাখ ৬০ হাজার টাকা।
বিবিএস ক্যাবলস (BBSCABLES): ৫৫ হাজার ৮০৩ শেয়ার ১৪ টাকা দরে, মোট লেনদেন ৭ লাখ ৮১ হাজার টাকা।
এশিয়াটিক ল্যাবরেটরিজ (ASIATICLAB): ১২ হাজার ৮০০ শেয়ার ৬০ টাকা ৯০ পয়সা দরে, মোট লেনদেন ৭ লাখ ৮০ হাজার টাকা।
বিকন ফার্মাসিউটিক্যালস (BEACONPHAR): ৫ হাজার ৯০০ শেয়ার ১১৮ টাকা দরে, মোট লেনদেন ৬ লাখ ৯৬ হাজার টাকা।
ইবনে সিনা (IBNSINA): ২ হাজার ২০০ শেয়ার ৩১৫ টাকা ৫০ পয়সা দরে, মোট লেনদেন ৬ লাখ ৯৪ হাজার টাকা।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স (RUPALILIFE): ৭ হাজার ৪৪৯ শেয়ার ৯১ টাকা ৩০ পয়সা দরে, মোট লেনদেন ৬ লাখ ৮০ হাজার টাকা।
হাক্কানী পাল্প (HAKKANIPUL): ৮ হাজার ৪০০ শেয়ার ৭০ টাকা দরে, মোট লেনদেন ৫ লাখ ৮৮ হাজার টাকা।
ইস্টার্ন লুব্রিক্যান্টস (EASTRNLUB): ২০০ শেয়ার ২,৮৬৩ টাকা ৭০ পয়সা দরে, মোট লেনদেন ৫ লাখ ৭৩ হাজার টাকা।
সেন্ট্রাল ইন্স্যুরেন্স (CENTRALINS): ১৩ হাজার ৫০০ শেয়ার ৪০ টাকা ৫০ পয়সা দরে, মোট লেনদেন ৫ লাখ ৪৭ হাজার টাকা।
সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি (CVOPRL): ৩ হাজার ১৯৬ শেয়ার ১৬৬ টাকা ৭০ পয়সা দরে, মোট লেনদেন ৫ লাখ ৩৩ হাজার টাকা।
এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড (SEMLFBSLGF): ৯৫ হাজার শেয়ার ৫ টাকা ৫০ পয়সা দরে, মোট লেনদেন ৫ লাখ ২২ হাজার টাকা।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স (TILIL): ১০ হাজার ৪৫০ শেয়ার ৪৮ টাকা ৮০ পয়সা দরে, মোট লেনদেন ৫ লাখ ১০ হাজার টাকা।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স (CITYGENINS): ৭ হাজার ১১৫ শেয়ার ৭০ টাকা ৩০ পয়সা দরে, মোট লেনদেন ৫ লাখ টাকা।
রানার ফাউন্ড্রি (RANFOUNDRY): ৩ হাজার ২৫০ শেয়ার ১৫৪ টাকা দরে, মোট লেনদেন ৫ লাখ টাকা।


