ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ২৭ কোম্পানির প্রায় সাড়ে ৩৮ কোটি টাকার লেনদেন

সময়: রবিবার, অক্টোবর ১৮, ২০২০ ৫:৫৮:০৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার (১৮ অক্টোবর) ব্লক মার্কেটে ২৭ কোম্পানির প্রায় সাড়ে ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- পূবালী ব্যাংক, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়ার প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, বিডি থাই, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা , বাংলাদেশ সাবমেরিন কেবলস, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, এস্কয়ার নিট কম্পোজিট, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ফাইন ফুডস, জিপিএইচ ইস্পাত, গ্রামীন ওয়ান: স্কিম ২, যমুনা ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, মেট্রো স্পিনিং, এমএল ডাইং, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ, প্যারামাউন্ট টেক্সটাইল, কুইনসাউথ টেক্সটাইল, সূহৃদ ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, স্ট্যান্ডার্ড সিরামিক এবং বইয়াকিন পলিমার। কোম্পানিগুলোর ৯৬ লাখ ৯২ হাজার ৪৩৬টি শেয়ার ৬৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলেঅর ৩৮ কোটি ৬৯ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে পূবালী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১১ কোটি ৫ লাখ ২০ হাজার টাকার বৃটিশ আমেরিকান ট্যোবাকোর এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।

এছাড়া ইয়াকিন পলিমারের ১৪ লাখ ৪৪ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ৫ লাখ ৩৪ হাজার টাকার, এসকে ট্রিমসের ১ কোটি ৯৪ লাখ ৮৯ হাজার টাকার, সুহৃদের ১০ লাখ ৮১ হাজার টাকার, কুইনসাউথ টেক্সটাইলের ২৬ লাখ টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩২ লাখ ২৫ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ২৫ লাখ ২৫ হাজার টাকার, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৫ লাখ ৭২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৬ লাখ ১৭ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১ কোটি ৬ লাখ ১২ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৭ লাখ ৬৩ হাজার টাকার, যমুনা ব্যাংকের ১ কোটি ৬ লাখ ২০ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু ৫ লাখ ৬৭ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ৮ লাখ ৬৪ হাজার টাকার, ফাইন ফুডসের ৯ লাখ ৩৩ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ২২ লাখ ২০ হাজার টাকার, এস্কয়ার নিটিংয়ের ৪৫ লাখ ১৪ হাজার টাকার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৬১ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৬ লাখ ৭৮ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৮৯ লাখ ৭৬ হাজার টাকার, বিডি থাইয়ের ৭৭ লাখ টাকার, বারাকা পাওয়ারের ২ কোটি ৩ লাখ টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৩৮ লাখ ৬১ হাজার টাকার এবং এশিয়া ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৮ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪২৬ বার পড়া হয়েছে ।
Tagged