ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার বেশি লেনদেন

সময়: বুধবার, আগস্ট ১১, ২০২১ ১১:৩৫:৪৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (১১ আগস্ট) ব্লক মার্কেটে ৪৮ কোম্পানির ৩২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হল- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, বেক্সিমকো র্ফামা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ, ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ড, আলিফ ইন্ডাস্ট্রিজ, এসোসিয়েটেড অক্সিজেন, বে-লিজিং, বিচ হ্যাচারি, বিকন ফার্মা, বার্জার পেইন্ট বাংলাদেশ, বেক্সিমকো, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন সন, জিপিএইচ ইস্পাত, ইফাদ অটো, আইএফআইসি, ইসলামিক ফাইন্যান্স, আইটিসি, যমুনা ব্যাংক, কে এন্ড কিউ, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, লাফার্স হোলসিম, মালেক স্পিনিং, এমজেএল বাংলাদেশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, নদার্ন ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফোসিস, ওরিয়ন ফার্মা, পেনিনসুলা, প্রিমিয়ার সিমেন্ট, আরএকে সিরামিকস, রেনেটা, সিলভা ফার্মাসিটিক্যাল, সিনে বাংলা ইন্ডাস্ট্রিজ, এস কে ট্রিমস, শাহজি বাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, এস এস স্টিল এবং সামিট পাওয়ার লিমিটেড। এদিন ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৬৬ লাখ ৬৩ হাজার ১১৬টি শেয়ার ৬৫ বার হাত বদল হয়েছে, যার বাজারমূল্য ৩২ কোটি ৩৩ লাখ ১৪ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ইস্ট ল্যান্ড ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৯৫ লাখ ৬২ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ বেক্সিমকো ফার্মা ৪ কোটি ৭ লাখ ৮০ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ বাংলাদেশ সাবমেরিন ক্যাবল ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ ২ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ডের ৮ লাখ ৭০ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭ লাখ ৩৬ হাজার টাকার, এসোসিয়েটেড অক্সিজেনের ১০ লাখ ৮ হাজার টাকার, বে-লিজিংয়ের ১৫ লাখ ৭৫ হাজার টাকার, বিচ হ্যাচারির ১৪ লাখ ৭৬ হাজার টাকার, বিকন ফার্মার ৩২ লাখ ৯৯ হাজার টাকার, বার্জার পেইন্ট বাংলাদেশের ১৬ লাখ ২৯ হাজার টাকার, বেক্সিমকোর ৬ লাখ ৮৬ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫ লাখ ১২ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৬ লাখ ৭৫ হাজার টাকার, কপারটেক ইন্ডাস্ট্রিজের ১০ লাখ ৬ হাজার টাকার, ফাইন ফুডের ৬৭ লাখ ৩৯ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৯ লাখ ৩৫ হাজার টাকার, ফরচুন সুজের ৬ লাখ ৫৯ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজের ৭ লাখ ৭৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ১৬ লাখ ৫২ হাজার টাকার, গোল্ডেন সনের ২০ লাখ ৯০ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৮ লাখ ৩৫ হাজার টাকার, ইফাদ অটোর ২৫ লাখ ৫৪ হাজার টাকার, আইএফআইসিয়ের ৫ লাখ টাকার, ইসলামিক ফাইন্যান্সের ৬২ লাখ ২৪ হাজার টাকার, আইটিসি ৫ লাখ ৫৩ হাজার টাকার, যমুনা ব্যাংকের ৩৩ লাখ ৪০ হাজার টাকার, কে এন্ড কিউয়ের ৫ লাখ ৯ হাজার টাকার, কেয়া কসমেটিকসের ৬৮ লাখ টাকার, কাট্টালি টেক্সটাইলের ৪৭ লাখ ৭৬ হাজার টাকার, লাফার্স হোলসিমের ৭ লাখ ৬৮ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৭৬ লাখ ৮০ হাজার টাকার, এমজেএল বাংলাদেশের ২ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৩২ লাখ ৪০ হাজার টাকার, নদার্ন ইন্স্যুরেন্সের ২৫ লাখ ৬২ হাজার টাকার, ওরিয়ন ইনফিাউশনের ৮ লাখ ২০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১১ লাখ ৫৫ হাজার টাকার , পেনিনসুলার ৫ লাখ ৪০ হাজার টাকার, প্রিমিয়ার সিমেন্টের ১ কোটি ৫৬ লাখ ১৩ হাজার টাকার, আরএকে সিরামিকসের ৪৪ লাখ ৫০ হাজার টাকার, রেনেটার ৬ লাখ ৯৫ হাজার টাকার, সিলভা ফার্মাসিটিক্যালের ৩৫ লাখ ৭১ হাজার টাকার, সিনো বাংলা ইন্ডাস্ট্রিজের ১৫ লাখ ৬০ হাজার টাকার, এস কে ট্রিমসের ১৫ লাখ ২৪ হাজার টাকার, শাহজীবাজার পাওয়ারের ২৪ লাখ ৬০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৫৭ লাখ ৩৫ হাজার টাকার, এস এস স্টিলের ২ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকার এবং সামিট পাওয়ার লিমিটেডের ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজর প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ৫১৩ বার পড়া হয়েছে ।
Tagged