ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার বেশি লেনদেন

সময়: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২ ৫:২৮:৫৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২২ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, আলিফ ম্যানুফ্যাকচারিং, আনলিমা ইয়ার্ন, বেক্সিমকো, সি অ্যান্ড এ টেক্সটাইল, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিকস, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, মালেক স্পিনিং, মোজাফফর হোসেন স্পিনিং মিলস, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, পিপলস ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, সী পার্ল বীচ, এসকে ট্রিমস, সোনারগাঁও টেক্সটাইল, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এসব কোম্পানির ৪০ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফরচুন সুজ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১১ কোটি ৮৩ লাখ ২৯ হাজার টাকার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- প্রিমিয়ার ব্যাংকের ৩ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার টাকার, সিএনএ টেক্সটাইলের ৩ কোটি ১৪ লাখ ৬ হাজার টাকার, সি-পার্লের ১ কোটি ৮০ লাখ ৯৯ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশন এর ১ কোটি ২৫ লাখ টাকার, সোনারগাঁও হোটেলের ১ কোটি ৪ লাখ ৪২ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ২ লাখ ৮ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৭৪ লাখ ৬৭ হাজার টাকার, ইন্ট্রাকোর ৭৩ লাখ ১৯ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৫৪ লাখ ৯৫ হাজার টাকার, সানলাইফ ইন্সুরেন্সের ৪৪ লাখ ৪৮ হাজার টাকার, জিএসপি ফাইনেন্সের ৩৩ লাখ টাকার, আইপিডিসির ৩০ লাখ ৪৩ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ২৮ লাখ ৬৫ হাজার টাকার, মোজাফফর হোসেনের ২২ লাখ ৫৬ হাজার টাকার, মালেক স্পিনিং এর ১১ লাখ ৩৫ হাজার টাকার, এসকেটিআরআইএমএস এর ১০ লাখ ৬০ হাজার টাকার, পিপলস ইন্সুরেন্সের ৭ লাখ ৬ হাজার টাকার, এইচার টেক্সটাইলের ৭ লাখ ৪২ হাজার টাকার, আলিফের ৫ লাখ ৮৮ হাজার টাকার, অনলিমা ইয়ার্নের ৫ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৯৪ বার পড়া হয়েছে ।
Tagged