ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির ২১ কোটি টাকার লেনদেন

সময়: সোমবার, জুলাই ৪, ২০২২ ৪:৪৮:৩৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ৪ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩ কোম্পানির ৪৬ লাখ ৫৫ হাজার ৮৩৮টি শেয়ার ৯১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২১ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আমান কটন । কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৬৭ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- আলহাজ্ব টেক্সটাইলের ১ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকার, এসিআই ফর্মুলার ১ কোটি ৬২ লাখ ৮৫ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ১ কোটি ৪৭ লাখ ৯০ হাজার টাকার, পদ্মা লাইফের ১ কোটি ১২ লাখ ১০ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ৭১ কোটি ৩৮ লাখ ০০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৬৭ লাখ ৩১ হাজার টাকার, ইমাম বাটনের ৬৫ লাখ টাকার, অলিম্পিকের ৬৫ লাখ টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকর ৫৬ লাখ ৮০ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৫০ লাখ ৫০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৪৯ লাখ ৫০ হাজার টাকার, মেঘনা পেট্রোলিয়ামের ৪৭ লাখ ১৩ হাজার টাকার, আমান ফিডের ৪৩ লাখ ২২ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ৪৩ লাখ ২২ হাজার টাকার, প্রাইম টেক্সটাইলের ৩৬ লাখ ৯৪ হাজার টাকার, জাহিন স্পিনিংয়ের ৩১ লাখ ৪৬ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২৩ লাখ ৭৪ হাজার টাকার, মারিকোর ২১ লাখ ৫৫ হাজার টাকার, জনতা ইন্সুরেন্স এর ২১ লাখ ১২ হাজার টাকার, রেনাটার ১৯ লাখ ৯০ হাজার টাকার, হামিদ ফেব্রিকের ১৯ লাখ ৬৭ হাজার টাকার, এসোসিয়েট অক্সিজেনের ১৮ লাখ ৫১ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১৫ লাখ ১২ হাজার টাকার, কপার টেকের ১৪ লাখ ৫৫ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৪ লাখ ৪৮ হাজার টাকার, আমরা নেটের ১৪ লাখ ২৮ হাজার টাকার, একমি পেস্টিসিডের ১১ লাখ ৪৫ হাজার টাকার, প্রভাতী ইন্সুরেন্সের ১১ লাখ ৩২ হাজার টাকার, প্রিমিয়ার সিমেন্টের ৯ লাখ ৫৬ হাজার টাকার, সোনালী পেপার ৯ লাখ ৪২ হাজার টাকার, ফারইস্ট লাইফের ৯ লাখ ২১ হাজার টাকার, বাটি সুর ৯ লাখ ১৫ হাজার টাকার, জিবিপি পাওয়ারের ৮ লাখ ৯৭ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৮ লাখ ১৭ হাজার টাকার, মুন্নু ফেব্রিক্সের ৬ লাখ ৮৪ হাজার টাকার, প্রাইম ফার্স্টের ৬ লাখ ৩৬ হাজার টাকার, আইসিবি অগ্রণী ১ম ৬ লাখ ৩১ হাজার টাকার, সাশা ডেনিমের ৬ লাখ ৮ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬ লাখ টাকার, ডেল্টা লাইফের ৫ লাখ ৯৯ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ৫ লাখ ৫৫ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৫ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৮৩ বার পড়া হয়েছে ।
Tagged