ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন

সময়: সোমবার, আগস্ট ২২, ২০২২ ৫:৪০:২৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২২ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৯ কোম্পানির ১২ লাখ ৪৩ হাজার ৭১৫টি শেয়ার ১০৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪৮ কোটি ৮ লাখ ৬৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ার হয়েছে ১১ কোটি ১৩ লাখ ১৯ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৫ কোটি ৬৭ লাখ ৯১ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ফরচুন সুজের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৫ কোটি ৩৭ লাখ ২৯ হাজার টাকার।

চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে , আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার টাকার। পঞ্চম সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৪ কোটি ৩৫ লাখ ১৫ হাজার টাকার।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ২ কোটি ২৯ লাখ ৫ হাজার টাকার, আরডি ফুডের ১ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ৫৪ লাখ ৮৫ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ১ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার টাকার, সী-পার্ল হোটেলের ৯৬ লাখ ৫৩ হাজার টাকার, ইয়াকিন পলিমারের ৭৬ লাখ ৫ হাজার টাকার, বিকন ফার্মার ৬৬ লাখ ৭৬ হাজার টাকার, ফারইস্ট লাইফের ৫৮ লাখ ৮২ হাজার টাকার, কেডিএস লিমিটেডের ৫৮ লাখ ১১ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ৫১ লাখ টাকার, প্রাইম ইন্সুরেন্সের ৫০ লাখ ৫৪ হাজার টাকার, দুলামিয়া কটনের ৪৬ লাখ ৮০ হাজার টাকার, ফার্মা এইডের ৩৯ লাখ ৬০ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৩০ লাখ ৫০ হাজার টাকার, ইনডেক্স এগ্রোর ২৮ লাখ টাকার, ইমাম বাটনের ২৭ লাখ ৬২ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২৬ লাখ ৭৩ হাজার টাকার, জিএসপি ফাইনান্সের ২৪ লাখ ২৮ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ২৩ লাখ ৭৮ হাজার টাকার, সোনারগাঁও হোটেলের ২৩ লাখ ৪৯ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ব্যাংকে ২২ লাখ টাকার, পদ্মা অয়েলের ২১ লাখ ৭৫ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১৬ লাখ ৮০ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ১৬ লাখ টাকার, মেঘনা কনডেন্স মিল্কের ১৫ লাখ ৭০ হাজার টাকার, সায়হাম কটনের ১৪ লাখ ৬ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১২ লাখ ৯৮ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ১২ লাখ ৩৮ হাজার টাকার, স্কয়ার ফার্মার ১০ লাখ ৬৩ হাজার টাকার, পেনিনসুলা হোটেলের ৯ লাখ ৪৫ হাজার টাকার, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৯ লাখ ২৪ হাজার টাকার, ডেল্টা লাইফের ৮ লাখ ৬৪ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৮ লাখ ৬৩ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৭ লাখ ৪৪ হাজার টাকার, সানলাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ ১২ হাজার টাকার, রংপুর ফাউন্ড্রির ৭ লাখ টাকার, জিল বাংলা সুগারের ৭ লাখ টাকার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৬ লাখ ৪৫ হাজার টাকার, বে-লিজিংয়ের ৬ লাখ ২৯ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ৫ লাখ ৮৫ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫ লাখ ৩৭ হাজার টাকার, দেশ গার্মেন্টসের ৫ লাখ ৩১ হাজার টাকার, প্রাইম ফার্স্ট আইসিবিএ মিউচুয়াল ফান্ডের ৫ লাখ ২৯ হাজার টাকার এবং বেক্সিমকো লিমিটেডের ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৯২ বার পড়া হয়েছে ।
Tagged