ব্লক মার্কেটে ৪ কোটি টাকার লেনদেন

সময়: বুধবার, জুলাই ১৭, ২০১৯ ৬:৪৮:৪২ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ব্লক মার্কেটে গতকাল মঙ্গলবার ৯টি কোম্পানির শেয়ারে ৪ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, সিনোবাংলা, কেডিএস অ্যাক্সেসরিস, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, জিএমআই সিরিঞ্জ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল ও এসকে ট্রিমস।
এসব কোম্পানির ৫ লাখ ২৫ হাজার ৩০১টি শেয়ার ১৪ বার হাতবদল হয়েছে। যার মোট মূল্য ছিল ৩ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের ‘এ’ ক্যাটাগরির স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার। দুইবার হাতবদল হয়ে কোম্পানিটির মোট ২ কোটি ৩৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে সিনোবাংলা ইন্ড্রাস্টিজ। কোম্পানির ৭৯ লাখ ৬ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
কেডিএস অ্যাক্সেসরিস লিমিটেড ছিল লেনদেনের তৃতীয় অবস্থানে। কোম্পানির মোট ৯ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যান্য কোম্পানি ও ফান্ডগুলো মধ্যে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ১১ লাখ ৪০ হাজার, জিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড ১২ লাখ টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৯ লাখ ৬০ হাজার, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১০ লাখ ২২ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইল ১২ লাখ ও এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ৯ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৬২ বার পড়া হয়েছে ।
Tagged