ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

সময়: বৃহস্পতিবার, মে ২৭, ২০২১ ৬:১২:৩৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫১ কোম্পানির ৫২ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- এনআরবিসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, প্রভাতী ইন্সুরেন্স, এবি ব্যাংক, আমান কটন ফাইবার্স, আমান ফিড, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, এশিয়া ইন্স্যুরেন্স, বিএটিবিসি, বীকন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, সিভিও পেট্রোকেমিক্যাল, ডিবিএসইচ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জেনেক্স ইনফোসিস, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রামীণফোন, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, জিএসপি ফিন্যান্স, হাক্কানি পাল্প, কে অ্যান্ড কিউ, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, লুব-রেফ বাংলাদেশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মুন্নু সিরমিকস, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, ন্যাশনাল টিউবস, ওরিয়ন ইনফিউশন, পাইওনিয়র ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আরডি ফুড, রবি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স,সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল,এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজন্টে ফান্ড, এসকে টিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স,স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ওয়াটা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিগুলোর ৯৮ লাখ ৭২ হাজার ৬০২টি শেয়ার ১২৮ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৫২ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে ৫ কোম্পানির বড় লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১২ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে এনআরবিসি ব্যাংকের শেয়ার, দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৪৭ লাখ ৬৫ হাজার টাকার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ার এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্সুরেন্সের। শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ন্যাশনাল পলিমারের ৪ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার টাকার, প্রগতি ইন্সুরেন্সের ৪ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকার বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকার, পাইওনিয়ার ইন্সুরেন্সের ২ কোটি ১৪ লাখ ৬৬ হাজার টাকার, এশিয়া ইন্সুরেন্সের ১ কোটি ৬১ লাখ ২৫ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকার, গ্রীন ডেলটা ইন্সুরেন্সের ৮৩ লাখ টাকার, সালভো কেমিক্যালের ৮১ লাখ ২১ হাজার টাকার, নর্দার্ন ইন্সুরেন্সের ৭৬ লাখ ৯৫ হাজার টাকার, ইর্স্টার্ন ইন্সুরেন্সের ৬৩ লাখ ৭৩ হাজার টাকার, লংকাবাংলা ফাইনান্স ৬০ লাখ ৫২ হাজার টাকার, আরডি ফুডের ৬০ লাখ ২০ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্সুরেন্সের ৫১ লাখ টাকার, লুবরেফের ৪৮ লাখ ২৬ হাজার টাকার, সোনারবাংলা ইন্সুরেন্সের ৪০ লাখ ৩৬ হাজার টাকার, রবি আজিয়াটার ৩৮ লাখ ৯৬ হাজার টাকার, কাট্টালী টেক্সটাইলের ৩৮ লাখ ৩ হাজার টাকার, আমান কটনের ৩৬ লাখ টাকার, এসকে ট্রিমসের ৩৫ লাখ ৮৭ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৩৪ লাখ ১৬ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলের ৩১ লাখ ৯৫ হাজার টাকার, ই-জেনারেশনের ২৯ লাখ ৫০ হাজার টাকার, স্টানডার্ড ইন্সুরেন্সের ২৯ লাখ ১৫ হাজার টাকার, বীকন ফার্মার ২৫ লাখ ৪০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ২২ লাখ ৩০ হাজার টাকার, রূপালী লাইফর ২০ লাখ ১৯ হাজার টাকার, প্রাইম লাইফের ২০ লাখ ১০ হাজার টাকার, প্রগ্রেসিফ লাইফের ১৭ লাখ ২৮ হাজার টাকার, আমান ফিডের ১৩ লাখ ৩৫ হাজার টাকার, এফবিএফআইএফ মিউচুয়াল ফান্ডের ১২ লাখ টাকার, ড্রাগন সোয়েটারের ৮ লাখ ৬ হাজার টাকার, এক্সপ্রেস ইন্সুরেন্সের ৭ লাখ ৯৪ হাজার টাকার, গ্লোবাল ইন্সুরেন্সের ৬ লাখ ৮০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৬ লাখ ৭৯ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৬ লাখ ৩২ হাজার টাকার, গ্রামীন ফোনের ৫ লাখ ৭৮ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৫ লাখ ৭৫ হাজার টাকার, এসইএমলেকচার মিউচুয়াল ফান্ডের ৫ লাখ ৭৫ হাজার টাকার, এবি ব্যাংকের ৫ লাখ ৫৯ হাজার টাকার, এপোলো ইস্পাতের ৫ লাখ ৫৪ হাজার টাকার, পপুলার লাইফের ৫ লাখ ৩৬ হাজার টাকার, দেশ জেনারেল ইন্সুরেন্সের ৫ লাখ ১৫ হাজার টাকার, ডিবিএইচের ৫ লাখ ৮ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ১ হাজার টাকার, হাক্কানী পাল্পের ৫ লাখ টাকার, কে এন্ড কিউয়ের ৫ লাখ টাকার, ওরিয়ন ইনফিউসনের ৫ লাখ টাকার, ওয়াটা কেমিক্যালের ৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ৪৭১ বার পড়া হয়েছে ।
Tagged