ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার শেয়ার লেনদেন

সময়: রবিবার, মে ২৬, ২০২৪ ৪:০৯:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২৬ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৯ কোম্পানির মোট ৫৭ কোটি ২১ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৮ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বোচ্চ লেনদেন হওয়া কোম্পানি ৮টি হলো- মেঘনা পেট্রোলিয়াম, ইউনিলিভার কনজ্যুমার, লাভেলো আইসক্রিম, স্ট্যান্ডার্ড ব্যাংক, শমরিতা হসপিটাল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বাংলাদেশ স্টিল এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আজ এই আট কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৫০ কোটি ১১ লাখ টাকারও বেশি।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মেঘনা পেট্রোলিয়ামের। এদিন কোম্পানিটির ১৪ কোটি ৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ ইউনিলিভার কনজ্যুমারের ১৩ কোটি ৮৬ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। কোম্পানিটির ৮ কোটি ৬ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্য পাঁচটি কোম্পানির মধ্যে- স্ট্যান্ডার্ড ব্যাংকরে ৪ কোটি ৫৬ লাখ ৫৮ হাজার টাকা, শমরিতা হসপিটালের ৩ কোটি ৫৪ লাখ ৮৬ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকা, বাংলাদেশ স্টিলের ১ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকা এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ১ কোটি ৫৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ৩৩ বার পড়া হয়েছে ।
Tagged