ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৫৭ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ৪:২১:১৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ১৬ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, এদিন ব্লক মার্কেটে এই ৫৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ১৫১ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার টাকার।

আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে চার কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলো হলো- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো গ্রীন শুকুক, সি পার্ল হোটেল এবং আলহাজ টেক্সটাইল।

আজ ব্লক মার্কেটে এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১২১ কোটি ৮১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৮০ শতাংশ।

এই চার কোম্পানির মধ্যে সর্বোচ্চ বেক্সিমকো ফার্মার ৪৭ কোটি ৩৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ বেক্সিমকো গ্রীন শুকুকের ৪৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

র্ততীয় সর্বোচ্চ সি পার্ল হোটেলের ১৭ কোটি ৯৩ লাখ ৮ হাজার এবং চতুর্থ সর্বোচ্চ আলহাজ টেক্সটাইলের ৯ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকোর ৩ কোটি ৭৮ লাখ ১৮ হাজার এবং সানলাইফ ইন্সুরেন্সের ৩ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, সোনালী পেপারের ২ কোটি ৭৭ লাখ ৭০ হাজার, এসিআই লিমিটেডের ২ কোটি ৭ লাখ ৬১ হাজার, বিডি ফাইন্যান্সের ২ কোটি ৯ লাখ ৪৮ হাজার এবং স্কয়ার ফার্মার ১ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Share
নিউজটি ১১৯ বার পড়া হয়েছে ।
Tagged