ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৫ কোম্পানির সর্বোচ্চ লেনদেন

সময়: মঙ্গলবার, জানুয়ারি ৯, ২০২৪ ৫:০৪:৩৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ০৯ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫ কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে।

কোম্পানিগুলো হলো- ডেল্টা ব্র্যাক হাউজিং, সি পার্ল হোটেল, সোনালী পেপার, বেক্সিমকো এবং বাংলাদেশ শিপিং করপোরেশন।

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ২০ লাখ ২৯ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৬৯.৮৮ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৫ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডেল্টা ব্র্র্যাক হাউজিংয়ের।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ১৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ সি পার্ল হোটেলের ৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ২ কোটি ৩৬ লাখ ৩১ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের।

চতুর্থ সর্বোচ্চ বেক্সিমকোর ১ কোটি ৩৭ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পঞ্চম সর্বোচ্চ বাংলাদেশ শিপিং করপোরেশনের ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৫৯ কোম্পানির ৮১ লাখ ৮৩ হাজার ৮৮৮টি শেয়ার ১২১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩৭ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা।

ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- একমি ল্যাবরেটরিজের ৯২ লাখ ৩৭ হাজার টাকা, ন্যাশনাল ব্যাংকের ৯০ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭৪ লাখ ৭২ হাজার টাকা, নাভানা ফার্মার ৭২ লাখ ৩১ হাজার টাকা, ইউনিক হোটেলের ৬১ লাখ ৩৯ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৬০ লাখ ৮০ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৫৯ লাখ ৩০ হাজার টাকা, আইএফআইসি ব্যাংকের ৫০ লাখ ৮১ হাজার টাকা, গ্রামীণ ফোনের ৫০ লাখ ৭৭ হাজার টাকা, এমারেল্ড অয়েলের ৫০ লাখ ৪১ হাজার টাকা, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ২৬ লাখ ২৭ হাজার টাকা এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৪ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Share
নিউজটি ৬৫ বার পড়া হয়েছে ।
Tagged