ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ৩:৫৪:৩৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ০৭ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৯২ কোটি ০৪ লাখ ৩৫ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে বেক্সিমকো সুকুকের। আজ ৪৯ কোটি ৯৮ লাখ টাকার। যা ব্লকে মোট লেনদেনের ৫৪.৩০ শতাংশ। বেক্সিমকো সুকুকের আজকের এই লেনদেন মাত্র তিনটি ট্রেডের মাধ্যমে সম্পন্ন হয়েছে। আজ মূল মার্কেটে বেক্সিমকো সুকুকের মোট শেয়ার লেনদেন হয়েছে মাত্র এক লক্ষ টাকার শেয়ার।

 

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিমটেক্সের ৭ কোটি ৫৪ লাখ ৫০ হাজার, স্কয়ার ফার্মার ৩ কোটি ৭৬ লাখ ২৫ হাজার, সী পার্লে ৩ কোটি ৪১ লাখ ০৬ হাজার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ০২ লাখ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ২ কোটি ৩৩ লাখ এবং যমুনা অয়েলের ২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়াও, একটিভ ফাইন, ইস্টার্ন ব্যাংক, এমারেল্ড অয়েল, মবিল যমুনার এক কোটি টাকারও বেশি করে শেয়ার ব্লকে রেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ৮৮ বার পড়া হয়েছে ।
Tagged