ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন

সময়: বুধবার, এপ্রিল ২৬, ২০২৩ ৫:০৩:০৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২৬ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৪৮ কোটি ১৪ লাখ ৫১ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে তিন কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামকস, সি পার্ল হোটেল এবং মোজাফ্ফর হোসাইন স্পিনিং।

আজ ব্লক মার্কেটে এই তিন কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৮২ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৪ শতাংশ।

এই তিন কোম্পানির মধ্যে শাইনপুকুর সিরামিকসের ৭ কোটি ৮ লাখ ৫৪ হাজার, সি পার্ল হোটেলের ৬ কোটি ৬৩ লাখ ৫৭ হাজার এবং মোজাফ্ফর হোসাইন স্পিনিংয়ের ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ২ কোটি ৪৮ লাখ ৫১ হাজার, বিডি ফাইন্যান্সের ২ লাখ ২০ লাখ ৫০ হাজার, সাউথইস্ট ব্যাংকের ১ কোটি ৯২ লাখ ৫১ হাজার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ৫৬ লাখ ৬১ হাজার, সিটি জেনারেল ইন্সুরেন্সের ১ কোটি ৫৫ লাখ ৯৫ হাজার, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ১ লাখ ৫৫ লাখ ৬৪ হাজার এবং ম্যারিকোর ১ কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ১৪৯ বার পড়া হয়েছে ।
Tagged