ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ৬৮ কোটি টাকার বেশি লেনদেন

সময়: বৃহস্পতিবার, জুলাই ৮, ২০২১ ১১:০৮:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) ব্লক মার্কেটে ৩০ কোম্পানির ৬৮ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- বৃটিশ আমেরিকান ট্যোবকো, সোনালী পেপার, বিকন ফার্মা, আমান কটন ফাইবার্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিকস, জিবিবি পাওয়ার, এইচ.আর টেক্সটাইল, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং, এনআরবিসি ব্যাংক, ন্যাশনাল টিউবস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল, আরডি ফুড, সী পার্ল বীচ, সিলকো ফার্মা, স্কয়ার ফার্মা ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড। কোম্পানিগুলোর ৫২ লাখ ১৭ হাজার ১৭টি শেয়ার ৫৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬৮ কোটি ৪৬ লাখ ৩১ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৮ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার টাকার লেনদেন হয়েছে বৃটিশ আমেরিকান ট্যোবকোর। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ কোটি ৭ লাখ ৬৯ হাজার টাকার সোনালী পেপারের এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মার।

এছাড়া আমান কটনের ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১২ লাখ ৫২ হাজার টাকার, আমান ফিডের ৮৭ লাখ ১৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২১ লাখ ৩৬ হাজার টাকার, এপোলো ইস্পাতের ৫ লাখ ২৮ হাজার টাকার, বেক্সিমকোর ৪ কোটি ৬৬ লাখ ৫৭ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৭০ লাখ টাকার, ডিবিএইচের ৭ লাখ ৫৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪৫ লাখ ১৫ হাজার টাকার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৫ লাখ ৬৮ হাজার টাকার, ফরচুনের ২২ লাখ ৫৫ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ১ কোটি ৬৭ লাখ টাকার, জিবিবি পাওয়ারের ৬ লাখ ৯৭ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ১ কোটি ১৩ লাখ ৩৭ হাজার টাকার, ইনফর্মেশন সার্ভিসেসের ৬ লাখ ২৯ হাজার টাকার, কাট্টালি টেক্সটাইলের ৪১ লাখ ৫৫ হাজার টাকার, লাফার্জহোলসিমের ১৪ লাখ ৭১ হজার টাকার, মালেক স্পিনিংয়ের ৮ লাখ ৬৪ হাজার টাকার, এনআরবিসি ব্যাংকের ৭২ লাখ ১১ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ১৯ লাখ ৫০ হাজার টাকার, অলিম্পিকের ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকার, কুইন সাউথ টেক্সটাইলের ১২ লাখ ৪৬ হাজার টাকার, আরডি ফুডের ১৪ লাখ ৫৬ হাজার টাকার, সী পার্লের ১৩ লাখ ৮৮ হাজার টাকার, সিলকো ফার্মার ২০ লাখ ৬৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৫৩ লাখ ৫৮ হাজার টাকার এবং ইউনিলিভারের ৬ লাখ ৬১ হাজার টাকার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩১৩ বার পড়া হয়েছে ।
Tagged